চীনের নিংসিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী পালিত
  2018-09-21 09:54:31  cri

সেপ্টেম্বর ২১: গতকাল (বৃহস্পতিবার) চীনের পাঁচটি সংখ্যালঘু জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যে অন্যতম নিংসিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী পালিত হয়। উদযাপনী অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান ওয়াং ইয়াং ভাষণ দেন। সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য, চীনের উপ-প্রধানমন্ত্রী সুন ছুন লান সিপিসি'র কেন্দ্রীয় কমিটি, জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি, রাষ্ট্রীয় পরিষদ ও জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের অভিনন্দনবাণী পড়ে শুনিয়েছেন।

ভাষণে ওয়াং ইয়াং বলেন, এ সুন্দর হাওয়া ও সুস্বাদু ফলের সৌসুমে সিপিসি'র কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সম্পাদক সি চিন পিং'র নির্দেশে এবং নিখিল চীনের বিভিন্ন জাতির লোকের শুভেচ্ছা নিয়ে সুন্দর ইন ছুনে আসতে পেরে তিনি খুব আনন্দিত। তিনি সিপিসি'র কেন্দ্রীয় কমিটি, জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি, রাষ্ট্রীয় পরিষদ ও জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের পক্ষ থেকে নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষ্যে সকল নিংসিয়াবাসীকে শুভেচ্ছা জানান।

ওয়াং ইয়াং বলেন, বিগত ৬০ বছরে নিংসিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলে বিভিন্ন ক্ষেত্রে নতুন ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে, মানুষের জীবন-যাপনের মান অনেক উন্নত হয়েছে এবং প্রাকৃতিক পরিবেশের ব্যাপক পরিবর্তন হয়েছে। ভবিষ্যতে অঞ্চলটি চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক পথে অবিচল থাকবে এবং জাতীয় ঐক্য ধরে রাখতে ও অভিন্ন উন্নয়ন বাস্তবায়নে ভূমিকা রেখে যাবে বলে আশা করেন তিনি। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040