নিংসিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী পালিত
  2018-09-20 20:17:17  cri

সেপ্টেম্বর ২০: আজ (বৃহস্পতিবার) চীনের পাঁচটি সংখ্যালঘু জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যে অন্যতম নিংসিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী পালিত হয়। উদযাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান ওয়াং ইয়াং।

অনুষ্ঠানে এক ভাষণে ওয়াং ইয়াং বলেন, বিগত ৫ বছরে কমরেড সি চিন পিংকে কেন্দ্র করে সিপিসি'র দৃঢ় নেতৃত্বে নিংসিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলে বিভিন্ন ক্ষেত্রে নতুন ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতে অঞ্চলটি চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক পথে অবিচল থাকবে এবং জাতীয় ঐক্য ধরে রাখতে ও অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করতে ভূমিকা রেখে যাবে বলে আশা করা যায়।

ওয়াং ইয়াং জোর দিয়ে বলেন বলেন, জনগণকে কেন্দ্র করে জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করা এবং জনগণের সমস্যার সমাধান করা উচিত। এতে সংস্কারের সুফল আরও ন্যায়সঙ্গতভাবে বিভিন্ন জাতির জনগণ ভোগ করতে পারবে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040