এশিয়া-ইউরোপ যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে ইইউ ভূমিকা রাখবে: চীনের আশাবাদ
  2018-09-20 19:20:26  cri
সেপ্টেম্বর ২০: ইউরোপীয় কমিশন গতকাল (বুধবার) ইউরোপ ও এশিয়ার মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিসংক্রান্ত একটি নীতিমালা প্রকাশ করেছে। নীতিমালায় দুই মহাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে প্রধান সংযোগদেশ হিসেবে চীনের নাম উল্লেখ করা হয়। এ-সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং সুয়াং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে বলেন, এশিয়া-ইউরোপ আন্তঃসংযোগ বাড়াতে ইইউ ইতিবাচক ভূমিকা পালন করবে বলে বেইজিং আশা করে।

মুখপাত্র বলেন, প্রকাশিত নীতিমালায় এশিয়া ও ইউরোপের অর্থনৈতিক উন্নয়নের ওপর পারস্পরিক যোগাযোগের ভূমিকার ইতিবাচক মূল্যায়ন করা হয়েছে। তা ছাড়া, চীনসহ বিভিন্ন এশীয় দেশের সঙ্গে সহযোগিতা জোরদার করার ইচ্ছাও প্রকাশিত হয়েছে এতে।

মুখপাত্র আরও বলেন, এশিয়া-ইউরোপ আন্তঃসংযোগের ওপর চীন বরাবরই গুরুত্ব দিয়ে আসছে। এটি 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যও বটে। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040