চীনের পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক মেলা শুরু; প্রেসিডেন্ট সি'র শুভেচ্ছাবাণী
  2018-09-20 19:19:13  cri
সেপ্টেম্বর ২০: চীনের ১৭তম পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক মেলা আজ (বৃহস্পতিবার) সিছুয়ান প্রদেশের ছেং তু শহরে শুরু হয়েছে। মেলার সাফল্য কামনা করে শুভেচ্ছাবাণী পাঠিয়েছেন প্রেসিডেন্ট সি চিন পিং।

‌ বাণীতে প্রেসিডেন্ট সি বলেন, পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক মেলা হল চীনের বহির্মুখী গুরুত্বপূর্ণ জানালা। মেলাটি চীনের পশ্চিমাঞ্চলের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে অংশগ্রহণ ও বিভিন্ন দেশের সঙ্গে বিনিময় ও সহযোগিতা গভীরতর করার গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটর্ফম। চীনের পশ্চিমাঞ্চল বিশাল, সম্পদসমৃদ্ধ। সাম্প্রতিক বছরগুলোতে চীনের পশ্চিমাঞ্চলের উন্নয়ন-কৌশলের গুরুত্বপূর্ণ উন্নতি হয়েছে।

প্রেসিডেন্ট সি আশা করেন, মেলায় অংশগ্রহণকারী বিদেশি অতিথিরা চীনের পশ্চিমাঞ্চলের সঙ্গে সহযোগিতা ও মৈত্রীর সম্পর্ক গভীরতর করবে এবং উন্নয়নের নতুন সুযোগ ভাগাভাগি করবে। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040