ছেং তু'য়ে 'নবম চীন-দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সহযোগিতা সম্মেলন' অনুষ্ঠিত
  2018-09-20 18:48:32  cri
সেপ্টেম্বর ২০: 'নবম চীন (সিছুয়ান)-দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সহযোগিতা সম্মেলন' গতকাল (বুধবার) ছেং তু'য়ে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ও শ্রীলংকাসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধিরা সম্মেলনে অনলাইন বাণিজ্য, আন্তর্জাতিক উৎপাদন-ক্ষমতা, ও অবকাঠামো সহযোগিতা নিয়ে চীনা প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন।

সম্মেলনে সিছুয়ানের অন্তত ৩০০টি শিল্পপ্রতিষ্ঠান এবং দেড় শতাধিক দক্ষিণ এশীয় শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ বাণিজ্যসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন এবং এসময় মোট ৫টি অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাচুক্তি স্বাক্ষরিত হয়।

উল্লেখ্য, ২০১৭ সালে চীনের সঙ্গে দক্ষিণ এশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১০,০০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যায়, যা ২০১৬ সালের চেয়ে ১৪.৬ শতাংশ বেশি। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040