বিশ্ব অর্থনীতি ফোরামের চেয়ারম্যানের সঙ্গে চীনা প্রধানমন্ত্রীর বৈঠক
  2018-09-20 15:59:53  cri

সেপ্টেম্বর ২০: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (বুধবার) সকালে থিয়ানচিনে দাভোস ফোরামে বিশ্ব অর্থনীতি ফোরামের চেয়ারম্যান ক্লাউস সোয়াবের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বলেন, বিশ্ব অর্থনীতি ফোরামের সঙ্গে সহযোগিতা চালিয়ে বিদেশি শিল্পপ্রতিষ্ঠানের জন্য একটি বিনিময়ের মঞ্চ সৃষ্টি করেছে চীন। এটি চীনকে জানার একটি জানালা খুলে দিয়েছে। গ্রীষ্মকালীন দাভোস ফোরাম সফলভাবে ১১বার আয়োজিত হয়েছে। চীন বিশ্ব অর্থনীতি ফোরামের সঙ্গে বিশ্বের বিভিন্ন অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করে আন্তর্জাতিক প্রশাসন ব্যবস্থা সম্পূর্ণকরণে চেষ্টা চালাতে আগ্রহী।

চীনা প্রধানমন্ত্রী আরো বলেন, নতুন দফা শিল্প সংস্কার ও প্রযুক্তি উদ্ভাবন প্রবণতার সুযোগ ও চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সংশ্লিষ্ট পক্ষের উচিত বিশ্ব অর্থনীতির টেকসই উন্নয়ন বজায় রাখা, বহুপক্ষীয় বাণিজ্য ও অবাধ বাণিজ্য রক্ষা করা এবং বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা।

সোয়াব বলেন, চলতি বছরের দাভোস ফোরামের আকার সবচেয়ে বড়। এতে ফোরামের প্রতি বিভিন্ন পক্ষের গুরুত্ব ফুটে উঠেছে। বিশ্ব অর্থনীতি ফোরাম চীনের সঙ্গে বিশ্বায়ন, বহুপক্ষবাদ এবং বিশ্ব প্রশাসন ব্যবস্থা গঠনে আগ্রহী।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040