চু হাইয়ে শুরু হল দ্বিতীয় 'একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথ' আন্তর্জাতিক সম্প্রচার ফোরাম
  2018-09-20 15:14:04  cri

 

সেপ্টেম্বর ২০: চীনে সংস্কার ও উন্মুক্তকরণের নীতি চালু হবার ৪০তম বার্ষিকী এবং প্রেসিডেন্ট সি চিন পিং উত্থাপিত 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাবের পঞ্চম বার্ষিকী উপলক্ষ্যে, চায়না মিডিয়া গ্রুপ ও কুয়াং তুং প্রাদেশিক সরকারের যৌথ উদ্যোগে, দ্বিতীয় 'একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথ' আন্তর্জাতিক সম্প্রচার ফোরাম মঙ্গলবার কুয়াং তুং প্রদেশের চু হাই শহরে শুরু হয়েছে।

তিন দিনব্যাপী এ ফোরামের মূল প্রতিপাদ্য হল: 'নতুন যুগ, নতুন রেশমপথ ও নতুন ভাবমূর্তি'।চীনের উপ-সম্প্রচারমন্ত্রী ও চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিওং, কুয়াং তুং প্রদেশের গভর্নর মা সিং রুই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন এবং ভাষণ দিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে 'এক অঞ্চল, এক পথ'-সংশ্লিষ্ট 'কুয়াং তুং শিল্পপ্রতিষ্ঠান কার্যক্রম প্রতিবেদন, ২০১৮' প্রকাশিত হয়।

ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী জঁ পিয়েরে রাখাখিন

এদিকে, বুধবার শুরু হয় মূল ফোরাম এবং সমান্তরাল তিনটি ফোরাম। মূল ফোরাম ছাড়া, 'কুয়াং তুং আন্তর্জাতিক সম্প্রচার' 'বিজ্ঞান ও প্রযুক্তি এবং নব্যতাপ্রবর্তনের মাধ্যমে গুণগতমানসম্পন্ন উন্নয়ন' এবং 'কুয়াং তুং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগর এলাকার নতুন যুগের সুযোগ ভাগাভাগি করা' শীর্ষক তিনটি সমান্তরাল ফোরামও আয়োজিত হয়।

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ থমাস সার্জেন্ট

ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী জঁ পিয়েরে রাখাখিন, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ থমাস সার্জেন্টসহ কয়েকজন বিদেশি অতিথি ফোরামে অংশগ্রহণ করেন এবং ভাষণ দেন। দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির প্রতিনিধি, বিশেষজ্ঞ ও তাথ্যমাধ্যম-কর্মীরাও ফোরামে অংশ নিচ্ছেন। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040