চুহাইয়ে দ্বিতীয় 'একবিংশ শতকের সামুদ্রিক রেশম পথ'বিষয়ক আন্তর্জাতিক প্রচার ফোরামের উদ্বোধন
  2018-09-20 11:09:06  cri

সেপ্টেম্বর ২০: চীনের কুয়াংতোং প্রদেশের চুহাই শহরে গতকাল (বুধবার) দ্বিতীয় 'একবিংশ শতকের সামুদ্রিক রেশম পথ'বিষয়ক আন্তর্জাতিক সম্প্রচার ফোরামের উদ্বোধন করা হয়েছে।

চায়না মিডিয়া গ্রুপ ও কুয়াংতোং প্রাদেশিক সরকারের যৌথ উদ্যোগে এ ফোরামের আয়োজন করা হয়।

চীনের উপ-সম্প্রচারমন্ত্রী ও চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিওং উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, চলতি বছর চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি প্রবর্তনের ৪০তম বার্ষিকী এবং প্রেসিডেন্ট সি চিন পিংয়ের 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব উত্থাপনের পঞ্চম বার্ষিকী। এ ফোরামে 'একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশম পথ' নির্মাণকাজের নতুন অনুশীলন ও সভ্যতা বিনিময়ের নতুন সাফল্য প্রদর্শিত হবে। চীনের জাতীয় গণমাধ্যম হিসেবে চায়না মিডিয়া গ্রুপ অব্যাহতভাবে চীনের বক্তব্য তুলে ধরবে, বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা রক্ষা করবে এবং মানবজাতির অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট কমিউনিটির চিন্তাধারা প্রচার করবে।

সিপিসি'র কুয়াংতোং প্রাদেশিক উপসম্পাদক ও গভর্নর মা সিংরুই ভাষণে বলেন, কুয়াংতোং প্রদেশ চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি প্রবর্তনের অগ্রসর অঞ্চল এবং 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাবের গুরুত্বপূর্ণ কেন্দ্র। কুয়াংতোং প্রদেশ অব্যাহতভাবে 'এক অঞ্চল, এক পথ' সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলগুলোর সঙ্গে অবকাঠামো নির্মাণ, অর্থ-বাণিজ্য, বিজ্ঞান-প্রযুক্তি ও শিক্ষাসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে।

এ ছাড়া চীনের উপসম্প্রচারমন্ত্রী চাও ছিও ফোরামে ভাষণ দিয়েছেন। ম্যাকাও বিশেষ প্রশাসনিক সরকারের যোগাযোগ কার্যালয়ের মহাপরিচালক সুয়ে সিয়াও ফেং উপস্থিত ছিলেন। চুহাই শহরের মেয়র ইয়াও ই শেং ফোরামে সভাপতিত্ব করেছেন।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040