সুরের ধারায়--মধ্যশরৎ
  2018-09-20 10:27:40  cri



চীনে গরমকাল শেষ হয়ে শরত্কাল পড়েছে। আর শরত্কাল মানে চীনের একটি ঐতিহ্যবাহী উত্সবের আগমন। এটি মধ্যশরৎ উৎসব বা চোং ছিউ চিয়ে। মধ্যশরৎ উত্সব ও বসন্ত উত্সব চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দু'টি ঐতিহ্যবাহী উত্সব। এ উত্সব দু'টির সঙ্গে চীনাদের বিশেষ অনুভূতি জড়িত। আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে মধ্যশরৎ উত্সব বা চোং ছিউ চিয় সম্পর্কিত কিছু গান শুনবো।

চীনা চান্দ্রপঞ্জিকার অষ্টম মাসের ১৫ তারিখ ঐতিহ্যবাহী মধ্যশরৎ উত্সব উদযাপন করা হয়। এটি সাধারণত সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে হয়ে থাকে। এ দিনটি শরত্কালের মাঝামাঝি সময় হওয়ায় চীনা ভাষায় বলা হয় 'চোং', আর শরতের চীনা শব্দ 'ছিউ'। তাই এ উত্সবকে চীনা ভাষায় বলা হয় চোং ছিউ চিয়ে। চীনের থাং রাজবংশের সময় মধ্যশরৎ উত্সব ব্যাপকভাবে উদযাপিত হতো। এ উত্সবের প্রায় ১৪০০ বছরের ইতিহাস রয়েছে।

মধ্যশরৎ উত্সবের সঙ্গে চাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রাচীনকালে মধ্যশরৎ উত্সবের সময় রাজকীয় পরিবার চন্দ্র দেবতার পূজা করা হতো। চন্দ্র দেবতার পূজার মাধ্যমে রাজ্য ও জনগণের জন্য কল্যাণ প্রার্থনা করা হয়। তবে সাধারণ লোকদের জন্য এদিন চাঁদ উপভোগের সময়। মধ্যশরৎ উত্সবের সময় পূর্ণিমা হয়। আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে রাতে চাঁদনি রাত উপভোগ করা প্রাচীনকাল থেকেই বেশ প্রচলিত একটি রীতি। চীনের অনেক কবিও এ নিয়ে অসংখ্য সুন্দর কবিতা লিখেছে।

চাঁদের পূর্ণতা মানুষের মিলনের প্রতীক। চাঁদনি রাত উপভোগের পাশাপাশি মধ্যশরৎ উত্সবের আরো একটি গুরুত্বপূর্ণ রীতি হচ্ছে জন্মস্থানে আত্মীয়স্বজনের কাছে ফিরে যাওয়া। তাই মধ্যশরৎ উত্সবের আরো একটি নাম হচ্ছে 'পুনর্মিলন উত্সব'। চীনে হান জাতিসহ বিভিন্ন জাতি মধ্যশরৎ উত্সবের এই গুরুত্বপূর্ণ এই রীতিটি পালন করে। বন্ধুরা, এখন শুনুন চীনের ইয়ুননান প্রদেশে নাশি জাতির একটি সুন্দর গান 'বাসায় ফেরা' শুনবো।

মধ্যশরৎ উত্সবে পরিবারের সঙ্গে পুনর্মিলন হলে বেশ আনন্দ বোধ করে মানুষ। অনেক মানুষ বিভিন্ন কারণে বাইরে থাকে। পরিবারের সঙ্গে দেখা করতে পারে না। এ কারণে মধ্যশরৎ উত্সবের সঙ্গে আত্মীয়দের অভাবের অনুভূতি জড়িয়ে রয়েছে। এই পৃথিবীর সব মানুষ একই চাঁদ দেখে। মধ্যশরৎ উত্সবের রাতে দূরে থাকলেও চাঁদের দিকে তাকিয়ে তুমি আমাকে অনুভব করতে পারবে। চীনারা প্রাচীনকাল থেকেই চাঁদের দিকে তাকিয়ে নিজের মনের কথা প্রকাশ করে থাকে। এতে কি ঘরে না-ফেরার দুঃখ কমে? 

 

মিস করা কিন্তু সবসময় দুঃখজনক নয়। কোনো কোনো সময়ে আকাশে চাঁদ দেখে, মনের মানুষের কথা মনে পড়ে। বন্ধুরা, পরের যে গান আমরা শুনবো তার নাম 'মিস করা এক ধরনের রোগ'। গানের কথায় বলা হয়, রাতে আমি তোমার কথা ভাবছি, তোমার কথা মনে পড়ছে, তোমাকে মিস করা আমার এক ধরনের রোগ হয়েছে; তবে পৃথিবী চলছে, আর আমার কোনো মুক্তি নেই।

মধ্যশরৎ উত্সব একটি পুনর্মিলনের উত্সব হলেও অনেকের পুনর্মিলন হবে না। যেন জীবনে অনেক সুন্দর প্রত্যাশার হলেও সব পূরণ করতে পারে না। চীনের বিখ্যাত কবি সু শি তার কবি 'শুয়েই তিয়াও ক্য থৌ'তে লিখেছে, চাঁদ পূর্ণিমা ও অমাবস্যা আছে, জীবনে দুঃখ-আনন্দ ও বিরহ-মিলন আছে, তা পরিবর্তন হয়। আশা করি আমরা দীর্ঘ সময় দূরে থাকলেও সুন্দর চাঁদ উপভোগ করতে পারবো।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আরো একটি সুন্দর চীনা গান 'ক্রিসেন্ট বে' (Crescent Bay) শুনবো।

 

(তুহিনা/তৌহিদ)

 

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040