চীন নিজেকে আরও উন্মুক্ত করবে: প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং
  2018-09-19 19:03:46  cri
সেপ্টেম্বর ১৯: নিজের বাজারে বিদেশিদের প্রবেশের নিয়মকানুন আরও শিথিল করার মাধ্যমে চীন নিজেকে আরও উন্মুক্ত করবে। পাশাপাশি সংস্কার গভীরতর করার, নীতিমালার স্বচ্ছতা বাড়ানোর, এবং বিদ্যমান তত্ত্বাবধান-ব্যবস্থাকে আরও ন্যায়সঙ্গত করার প্রক্রিয়াও অব্যাহত থাকবে। আজ (বুধবার) চীনের থিয়েন চিনে শুরু-হওয়া দ্বাদশ গ্রীষ্মকালীন দাভোস ফোরামে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এ-সব কথা বলেন।

তিনি আরও বলেন, চীনে নিবন্ধিত দেশি-বিদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলো সমান সুযোগ-সুবিধা ভোগ করবে। উভয় ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে অভিন্ন তত্ত্বাবধান-ব্যবস্থা কার্যকর থাকা উচিত।

উল্লেখ্য, এবারের দাভোস ফোরামের প্রতিপাদ্য হচ্ছে: 'চতুর্থ শিল্প-বিপ্লবের মাধ্যমে সৃজনশীল সমাজ গঠন করা'। শতাধিক দেশের রাজনৈতিক ও বাণিজ্যিক মহলের প্রতিনিধি এবং গণমাধ্যমের প্রতিনিধিসহ ২৩০০ জনেরও বেশি অতিথি ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। এনিয়ে চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং টানা ৬ বছর ফোরামে অংশ নিলেন। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040