দুই কোরিয়ার নেতৃবৃন্দের বৈঠকের পর 'পিয়ংইয়ং ঘোষণা'প্রকাশিত
  2018-09-19 18:28:36  cri
সেপ্টেম্বর ১৯: পিয়ংইয়ংয়ে সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন আজ (বুধবার) সকালে উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং-উন'র সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক করেন।

বৈঠকশেষে দু'পক্ষ 'সেপ্টেম্বর পিয়ংইয়ং যৌথঘোষণা' স্বাক্ষর করে। ঘোষণায় কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া এবং পারস্পরিক বিনিময় ও সহযোগিতা জোরদার করার কথা বলা হয়েছে।

ঘোষণায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সামনে উত্তর কোরিয়া তোংছাং-রি ক্ষেপণাস্ত্র পরীক্ষাক্ষেত্র ও উত্ক্ষেপণকেন্দ্র বাতিল করবে। আর যদি ১২ জুন সিঙ্গাপুরে স্বাক্ষরিত ট্রাম্প-উন সমঝোতা অনুসারে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণ করে, তবে পিয়ংইয়ং তার পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বাতিল করতেও তৈরি আছে।

দু'পক্ষের মধ্যে 'পানমুনজম সমঝোতা' বাস্তবায়নের জন্যও একটি আলাদা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তা ছাড়া, খুব শিগগিরি উত্তর কোরীয় নেতা কিম জং-উন সিউল সফর করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040