দুই কোরিয়ার নেতৃবৃন্দের বৈঠকের পর 'পিয়ংইয়ং ঘোষণা' স্বাক্ষরিত
  2018-09-19 18:27:47  cri
সেপ্টেম্বর ১৯: পিয়ংইয়ংয়ে সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন আজ (বুধবার) সকালে উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং-উন'র সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক করেন।

বৈঠকশেষে দু'পক্ষ 'সেপ্টেম্বর পিয়ংইয়ং যৌথঘোষণা' স্বাক্ষর করে। ঘোষণায় কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া এবং পারস্পরিক বিনিময় ও সহযোগিতা জোরদার করার কথা বলা হয়েছে।

এদিকে, দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, যদি ১২ জুন সিঙ্গাপুরে স্বাক্ষরিত ট্রাম্প-উন সমঝোতা অনুসারে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণ করে, তবে পিয়ংইয়ং তার পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বাতিল করতে তৈরি আছে। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040