আন্তর্জাতিক শান্তি দিবসের অনুষ্ঠানে প্রেসিডেন্ট সি'র শুভেচ্ছাবাণী
  2018-09-19 18:24:17  cri
সেপ্টেম্বর ১৯: আজ (বুধবার) চিয়াং স্যু প্রদেশের নান চিং শহরে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে একটি স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং শান্তি দিবসের সাফল্য কামনা করে অনুষ্ঠানে একটি শুভেচ্ছাবাণী পাঠান।

বাণীতে প্রেসিডেন্ট সি বলেন, আন্তর্জাতিক সমাজের সবাই শান্তি চায়; শান্তি ও উন্নয়ন সবার কাম্য। কিন্তু দুঃখজনকভাবে, বিভিন্ন দেশে ও অঞ্চলে যুদ্ধবিগ্রহ চলছে।

তিনি বলেন, চীন শান্তি ভালোবাসে। বিশ্বের শান্তি, বৈশ্বিক উন্নয়ন ও আন্তর্জাতিক শৃঙ্খলার ক্ষেত্রে চীন বরাবরই ইতিবাচক ভূমিকা পালন করে আসছে।

প্রেসিডেন্ট সি আরও বলেন, চলতি বছরের আন্তর্জাতিক শান্তি দিবসের প্রতিপাদ্য হচ্ছে: 'মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠাকাজ এগিয়ে নিয়ে যাওয়া, টেকসই শান্তি, ও সর্বজনীন নিরাপত্তার বিশ্ব'। এই প্রতিপাদ্য শান্তি দিবসের লক্ষ্য এবং বিশ্বের বিভিন্ন দেশ ও জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040