'চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ আধিপত্যবাদের নিদর্শন'
  2018-09-19 16:31:56  cri

সেপ্টেম্বর ১৯: ২০,০০০ কোটি মার্কিন ডলার মূল্যের চীনা রফতানিপণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত একতরফাবাদ ও আধিপত্যবাদের স্পষ্ট নিদর্শন। চীনের সাবেক উপ-অর্থমন্ত্রী চু কুয়াং ইও বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গতকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত 'চীন-যুক্তরাষ্ট্র-ইউরোপ আর্থ-বাণিজ্যিক সম্পর্কবিষয়ক সেমিনার'-এ এ-কথা বলেন।

তিনি বলেন, চীন হচ্ছে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা তথা গোটা আন্তর্জাতিক ব্যবস্থার অংশগ্রহণকারী, নির্মাণকারী, ও সুরক্ষাকারী। বিশ্ব বাণিজ্য সংস্থা, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক ইত্যাদি বৈশ্বিক সংস্থায়ও চীন অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা যুক্তরাষ্ট্রের উদ্যোগেই প্রতিষ্ঠিত হয়। সেই যুক্তরাষ্ট্রই এখন এ-ব্যবস্থার সবচেয়ে বড় ক্ষতি করছে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040