বেইজিংয়ে এস্তোনিয়া, সার্বিয়া, লাতভিয়া ও সামোয়ার নেতৃবৃন্দের সঙ্গে সি'র আলাদা বৈঠক
  2018-09-19 16:12:01  cri
সেপ্টেম্বর ১৯: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (মঙ্গলবার) বিকেলে বেইজিংয়ের গণমহাভবনে এস্তোনিয়া, সার্বিয়া, লাতভিয়া ও সামোয়ার নেতৃবৃন্দের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন।

এস্তোনিয়ার প্রেসিডেন্ট কেরিস্তিকা ইউলাইয়ের সঙ্গে বৈঠককালে সি চিন পিং বলেন, ছোট-বড় সব দেশই আন্তর্জাতিক সমাজের দৃষ্টিতে সমান। শক্তিশালী দেশ দুর্বল দেশের ওপর খবরদারি করবে বা বিজয়ী পক্ষ সবকিছু ভোগ করবে—এমন নীতি আধুনিক সমাজে পরিত্যাজ্য।

তিনি আরও বলেন, তাঁর দেশ এস্তোনিয়ার সঙ্গে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ঘটাতে ইচ্ছুক। চীন মানবজাতির অভিন্ন লক্ষ্যের সমাজ গড়ে তোলার পক্ষে।

জবাবে এস্তোনিয়ার প্রেসিডেন্ট ছোট দেশের সঙ্গে চীনের ইতিবাচক আচরণের প্রশংসা করে বলেন, তার দেশ চীনের সঙ্গে আর্থ-বাণিজ্যিক, অনলাইন বাণিজ্য, ও লজিস্টিকসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে চায়।

একইদিন বিকেলে প্রেসিডেন্ট সি সার্বিয়ার প্রেসিডেন্ট, লাতভিয়ার প্রেসিডেন্ট এবং সামোয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও আলাদাভাবে বৈঠক করেন। এঁরা সবাই গ্রীষ্মকালীন দাভোস ফোরামে অংশ নিতে চীনে এসেছেন। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040