সুই চ্য পেই
  2018-09-19 15:52:40  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন, বেইজিং থেকে প্রচারিত চীন প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন, বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েই ফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ, এই সময় আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা বলতে পারি। যদিও বেইজিং ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক বেশি, তবে সংগীতের কোনো সীমানা নেই। আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে অনুভব করি যেন আমি আপনাদের সঙ্গেই আছি; এটি আমার জন্য খুব সুন্দর মুহূর্ত!

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সংগীতের পৃথিবীতে।

প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদের চীনের তাইওয়ানের খুব বিখ্যাত একজন কণ্ঠশিল্পী সুই চ্য পেইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। প্রথমে শুনুন তার কণ্ঠে খুব মধুর একটি গান; গানের নাম 'সাদা রং-এর বিয়ে অনুষ্ঠান'।

(১)

বন্ধুরা, ১৯৮১ সালের ২ ফেব্রুয়ারি সুই চ্য পেই চীনের তাইওয়ানের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তার ইংরেজি নাম 'পেগি সু'। ২০০১ সালে তার প্রথম অ্যালবাম 'বেলুন' রিলিজ হয়। আর এর মাধ্যমে তার সংগীত জীবন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এখন শুনুন তাদর কণ্ঠে 'di di di'নামে গানটি।

(২)

প্রিয় বন্ধুরা, ২০০২ সালে পেগি সু তাইওয়ানের ১৩তম 'সোনালি সংগীত' পুরস্কারের শ্রেষ্ঠ নতুন কণ্ঠশিল্পীর মনোনয়ন পান। ২০০৭ সালে পেগি সু'র দ্বিতীয় অ্যালবাম 'উইশ বক্স' (Wish box) বাজারে আসে। ২০০৯ সালে তার তৃতীয় অ্যালবাম 'সুন্দর' প্রকাশিত হয়। একই বছর তার চতুর্থ অ্যালবাম 'তুষার মানব' মুক্তি পায়। এখন শুনুন পেগি সু'র 'ফ্যান্টাসি (Fantasy) দোকান' নামের গানটি।

(৩)

প্রিয় বন্ধুরা, ২০১১ সালে তার পঞ্চম অ্যালবাম 'ফ্যান্টাসি দোকান' প্রকাশিত হয়। গান গাওয়া পাশাপাশি ২০১৩ সালে পেগি সু নাটক অভিনয়েও যোগ দিয়েছেন এবং দর্শক-স্বীকৃতি পান। ২০১৪ সালে তার ষষ্ঠ অ্যালবাম 'ওয়াল্টজ্' (Waltz) প্রকাশিত হয়।

এখন শুনুন তার আরেকটি গান; গানের নাম 'আমরা একসাথে ঘুমাবো'।

(৪)

প্রিয় বন্ধুরা, ২০১৬ সালে তার অন্য একটি অ্যালবাম 'বিদ্যুত্ কোম্পানি' নিয়ে পেগি সু ২৭তম তাইওয়ানের 'সোনালি সংগীত'-এর শ্রেষ্ঠ অ্যালবাম এবং শ্রেষ্ঠ কণ্ঠশিল্পীর মনোনয়ন পান। এখন শুনুন পেগি সু'র গাওয়া আরেকটি গান, গানের নাম 'তোমার কথা খুব মিস করি'।

(৫)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন পেগি সু'র গাওয়া আরেকটি সুন্দর গান, গানের নাম 'তুষার মানব'। তুষার উত্তর চীনে খুব সাধারণ জিনিস, প্রতি বছরের শীতকালে তুষার পুতুল তৈরি করা শিশুদের কাছে খুব মজার ব্যাপার। তবে এই সংগীতে কণ্ঠশিল্পীর কি অনুভূতি প্রকাশ পেয়েছে? আমরা গানেই তার উত্তর পাবো।

(৬)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন পেগি সু'র অন্য একটি মধুর গান, গানের নাম 'বেলুন'। বেলুন অনেক মেয়ের খুব প্রিয়। বিভিন্ন রং-এর বেলুন হাতে নিলে যেন নিজের মনও হালকা হয়ে যায়। আর যদি প্রিয় মানুষের সঙ্গে কোনো অ্যামিউজমেন্ট (amusement) পার্কে গিয়ে একটি বেলুন কেনা হয়, তা আরো সুখের ব্যাপার, তাইনা। আচ্ছা, এখন শুনুন 'বেলুন' নামের এই গান।

(৭)

প্রিয় শ্রোতা বন্ধুরা , সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে চাই কণ্ঠশিল্পী পেগি সু'র গাওয়া আরেকটি মিষ্টি গান, গানের নাম 'লম্বা চুল', আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

(৮)

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040