চীনে পুঁজি স্থিতিশীলভাবে কার্যকর করা হবে
  2018-09-19 15:20:26  cri
সেপ্টেম্বর ১৯: চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন থেকে জানা গেছে, চীনে পুঁজি স্থিতিশীলভাবে কার্যকর করা হবে। ভবিষ্যতে অবকাঠামো নির্মাণের দুর্বলতা দূর করার চেষ্টাও করবে চীন সরকার। বেসরকারি পুঁজিকে গুরুত্বও প্রকাশ করেছে এই কমিটির কয়েকজন কর্মকর্তা।

আজকের সংবাদ পর্যালোচনায় আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।

সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, এ বছরের প্রথম আট মাসে চীনে অবকাঠামো নির্মাণ-সংক্রান্ত পুঁজির পরিমাণ ৪.২ শতাংশ বেশি, এর প্রবৃদ্ধির হার গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৬ শতাংশ কম। গতকাল (মঙ্গলবার) উন্নয়ন ও সংস্কার কমিশনের এক প্রেস ব্রিফিংয়ে এই কমিশনের পুঁজি বিভাগের উপ-পর্যবেক্ষক লিউ শি হু বলেন, এ বছর নির্মাণ শিল্প খাতের পুঁজি ও বেসরকারি পুঁজির প্রবৃদ্ধির হার বেড়েছে। এ থেকে স্পষ্ট যে, পুঁজির কাঠামো ব্যাপকভাবে সুবিন্যস্ত হয়েছে। সেই সঙ্গে, অবকাঠামো নির্মাণের পুঁজির প্রবৃদ্ধির হার হ্রাস পেয়েছে। নতুন চালু হওয়া প্রকল্পগুলোর মোট পুঁজির প্রবৃদ্ধির হার ব্যাপক নেমেছে। এ থেকে স্পষ্ট যে, অবকাঠামো নির্মাণে পুঁজির দুর্বলতা দূর করতে হবে এবং পুঁজির স্থিতিশীলতা কার্যকর করা জরুরি। লিউ শি হু বলেন, পুঁজি বিনিয়োগ স্থিতিশীল হওয়ায় কার্যকর পুঁজি থাকতে হবে। এটি চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ নির্মাণের কর্তব্য।এ সম্পর্কে তিনি বলেন

'পুঁজি বিনিয়োগ খাতে স্থানীয় সরকারের উচিত নিজের দক্ষতা ভালভাবে জানা। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট বৈজ্ঞানিক সুশৃঙ্খল ব্যবস্থা মেনে চলা উচিত। সেই সঙ্গে, স্থানীয় সরকারের ঋণ ঝুঁকি নিয়ন্ত্রণ করতে হবে। পুঁজি বিনিয়োগের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে পুঁজির গুণগত মান ও কার্যকারিতা সুনিশ্চিত করা সম্ভব। বেসরকারি পুঁজি সম্পর্কিত বাজার নিজস্বভাবে করতে পারলে, তাকে সমর্থন করে কেন্দ্রীয় সরকার। বেসরকারি পুঁজির সক্রিয়তা বাড়ানোর জন্য এক সুষ্ঠু পুঁজি পরিবেশ থাকাও দরকার'।

তিনি আরো বলেন, কিছু প্রকল্পের মজুতের ক্ষেত্র সম্প্রসারণ করবে কর্তৃপক্ষ। বেসরকারি পুঁজির সক্রিয়তা বাড়ানোর সঙ্গে সঙ্গে পুঁজি সংগ্রহ ব্যবস্থার সংস্কারও গভীরতর করতে হবে। এটি স্থানীয় সরকারের ঋণ ঝুঁকি প্রতিরোধে সহায়ক।

পরিবহণ অবকাঠামো খাতে জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের অবকাঠামো বিভাগের উপ-মহাপরিচালক মা ছিয়াং বলেন, অনুমোদিত বিভিন্ন কার্যক্রমের আওতায় নতুন পরিকল্পিত গুরুত্বপূর্ণ প্রকল্প চালু হতে হবে। এই প্রক্রিয়ায় তিনটি উল্লেখযোগ্য বিষয় জড়িত রয়েছে। মূল পথের নির্মাণকাজ, দেশের গুরুত্বপূর্ণ কৌশলের সহায়তা এবং 'চূড়ান্ত এক কিলোমিটার' এই তিনটি বিষয় উল্লেখ করতে হবে।

চীনে দারিদ্র্যবিমোচন এবং গ্রামীণ পুনর্গঠন কৌশল কাজে লাগানো হচ্ছে। এই কমিশনের কৃষি ও বাণিজ্য বিভাগের উপ-মহাপরিচালক লি মিং ছুয়ান বলেন, গ্রামের অবকাঠামো নির্মাণ উন্নয়নকে এগিয়ে নিতে অব্যাহতভাবে কৃষি ও গ্রামের অবকাঠামো নির্মাণকাজে গুরুত্বারোপ করবে কর্তৃপক্ষ। এ সম্পর্কে তিনি বলেন

'চীনে বৈজ্ঞানিক ও সুশৃঙ্খলভাবে গুরুত্বপূর্ণ জলসেচ প্রকল্পের নির্মাণকাজ এগিয়ে নিতে হবে; দুর্যোগত্তর জলসেচ খাতের দুর্বলতা দূর করতে হবে; কৃষি জমির জলসেচ সংক্রান্ত অবকাঠামো নির্মাণকাজ জোরদার করতে হবে; কৃষি জমির জলসেচ সংক্রান্ত অবকাঠামো নির্মাণকাজের নেটওয়ার্ক গড়ে তুলতে হবে; পানি সাশ্রয় ও পানি সরবরাহ এবং বন্যা প্রতিরোধক সামর্থ্য বাড়াতে হবে; গ্রামের পানীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং বড় ও ক্ষুদ্র মাঝারি আকারের প্রাকৃতিক পরিবেশসম্পন্ন সেচ এলাকা স্থাপন করতে হবে'।

২০২২ সাল নাগাদ, চীনে কৃষি জমিতে সেচ আয়তন হবে ৭ কোটি হেক্টর। কৃষি, গ্রাম ও কৃষকের অবস্থা উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক সমন্বিত উন্নয়ন, সামাজিক ব্রত ও সামাজিক ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষাসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠাকাজ মজবুত হবে চীনে।

(ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040