বাণিজ্যযুদ্ধ উস্কে দেওয়ার মার্কিনি নীতি সংশ্লিষ্ট সমস্যা সমাধান করবে না: সিআরআইয়ের ভাষ্যকার
  2018-09-18 18:54:57  cri
সেপ্টেম্বর ১৮: যুক্তরাষ্ট্র সেদেশের অধিকাংশ মানুষের বিরোধিতা উপেক্ষা করে, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে চীনের ২০,০০০ কোটি মার্কিন ডলার মূল্যের রফতানিপণ্যের ওপর ১০ শতাংশ হারে শুল্ক বাড়ানোর যে-সিদ্ধান্ত নিয়েছে, বেইজিং তাতে হতাশা প্রকাশ করেছে। আর সিআরআইয়ের ভাষ্যকার বলছেন, বাণিজ্যযুদ্ধকে আরও উস্কে দেওয়ার এই মার্কিনি নীতি দু'দেশের মধ্যে বিরাজমান বাণিজ্যসংশ্লিষ্ট সমস্যাগুলোর সমাধানে মোটেই সহায়ক প্রমাণিত হবে না।

ভাষ্যকার মনে করেন, এতে চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধের তীব্রতা বাড়বে এবং সকল পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি, যে-উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র চীনের ওপর বাণিজ্যযুদ্ধ চাপিয়ে দিচ্ছে, তা-ও সফল হবে না।

নতুন করে চীনের ২০,০০০ কোটি মার্কিন ডলারের রফতানিপণ্যের ওপর শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র চীনের ওপর চাপ বৃদ্ধি করতে চায়। কিন্তু দেশের কেন্দ্রীয় স্বার্থ ও জনগণের মৌলিক স্বার্থ সুরক্ষা করার সাহস ও সামর্থ্য চীন সরকারের আছে।

ভাষ্যকার আরও বলেন, নতুন করে চীনের রফতানিপণ্যের ওপর শুল্ক আরোপ করায় মার্কিন ভোক্তাদের ওপর নেতিবাচক প্রভাব বাড়বে। এতে মার্কিন ভোক্তাদের নানানভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে। বিশেষ করে, আসন্ন ক্রিসমাসের সময় ভোক্তারা অতিরিক্ত শুল্কের কুফল বেশি মাত্রায় ভোগ করবেন। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040