চীনের নিং সিয়া হু জাতির স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী, নতুন জীবনের ভূয়সী প্রশংসা স্থানীয় অধিবাসীদের
  2018-09-18 16:06:43  cri
সেপ্টেম্বর ১৮: ১৯৫৮ সালের ২৫ অক্টোবর, চীনের নিং সিয়া হু জাতির স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠিত হয়। বিগত ৬০ বছর চীনের বিভিন্ন স্থান ও বিভাগের যথাসাধ্য সমর্থনে নিং সিয়া হু জাতির বিশাল পরিবর্তন ঘটেছে। বহু প্রজন্মের মানুষের নিরলস প্রচেষ্টায় এখানে ইতোমধ্যেই বহু রকমের নতুন আকারের শিল্প উন্নয়ন এমন নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজকের সংবাদ পর্যালোচনায় আমরা 'চীনের নিং সিয়া হু জাতির স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী, নতুন জীবনের ভূয়সী প্রশংসা স্থানীয় অধিবাসীদের' শীর্ষক প্রতিবেদন নিয়ে আলোচনা করবো।

এই স্বায়ত্তশাসিত অঞ্চলের ইন ছুয়ান শহরের দক্ষিণ-পশ্চিম দিকে 'মিন নিং' নামক জেলা রয়েছে। ২০ বছর আগে এ জায়গাটি খুবই দরিদ্র ছিল। স্থানীয় অধিবাসীদের জীবনযাপনের মান ছিল অনেক নিম্ন পর্যায়ের। এই জেলার 'ইউয়ান লুং' গ্রামের কৃষক হাই কুও পাও সেই সময়ের কথা স্মরণ করে সংবাদদাতাকে বলেন,

'এটি আমাদের জন্মস্থানের গুহা ঘর। পরিবারের চারজন সদস্য সবাই এমন গুহা ঘরে বসবাস করতো। সারা বছরে শুধু কয়েক ব্যাগ খাদ্যশস্য ছিল। নিত্যদিনের টাকা কোথায় পাবো? হ্যাঁ, নির্ভর করে এই কয়েক ব্যাগ খাদ্যশস্যের ওপর'।

১৯৯৬ সালে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির ফু চিয়ান প্রদেশের উপ-সম্পাদক সি চিন পিং স্থানীয় দারিদ্র্য বিমোচন গ্রুপের প্রধান হন । দ্বিতীয় বছরে তিনি নিং সিয়াতে এসে পরিদর্শন করার সময় এক নতুন উন্নয়ন এলাকা প্রতিষ্ঠার প্রস্তাব করেন। এই এলাকা ফু চিয়ান ও নিং সিয়া এই দুটো প্রদেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলের সংক্ষিপ্ত নাম অনুসারে চিহ্নিত করা হয়। এভাবেই 'মিন নিং'গ্রাম দেখা দিয়েছে।

২২ বছরের উন্নয়নের পর 'মিন নিং' গ্রামে বিশাল পরিবর্তন ঘটেছে। স্থানীয় অধিবাসীদের বার্ষিক মাথাপিছু আয় ১০ হাজারেরও বেশি ইউয়ান। কিন্তু ২০ বছর আগে, এই সংখ্যা মাত্র ৫০০ ইউয়ান ছিল।এই গ্রাম ইতোমধ্যেই গোটা চীনের পশ্চিম ও পূর্ব অঞ্চলে দারিদ্র্য বিমোচনের দৃষ্টান্তে পরিণত হয়েছে। হাই কাও পাও বলেন, বর্তমান, তাঁর ছেলে ও ছেলের স্ত্রী শিল্পপ্রতিষ্ঠানে কাজ করেন। তাদের মাসিক বেতনও ৭ হাজারেরও বেশি ইউয়ান। জীবনযাপনের মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে।

স্থানীয় পরিবর্তন গোটা দেশের জনগণের সহায়তা দেয়ার সাথে জড়িত। নিং সিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠা থেকে দেশের বিভিন্ন স্থানের শিল্প, কৃষি, শিক্ষা ও চিকিত্সাসহ বিভিন্ন খাতের লাখ লাখ প্রযুক্তিবিদদের সহায়তা সংগ্রহ করে আসছে। তাদের নিরলস প্রচেষ্টায় নতুন আকারের নিং সিয়া দেখানো হয়েছে।

বিগত ৬০ বছরে চীনের বিভিন্ন সুবিধাজনক নীতির সাহায্যে নিং সিয়া অনেক উন্নত হয়েছে। নিং সিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক সু সিউ মেই বলেন, ৬০ বছরে নিং সিয়ায়ের অর্থনৈতিক সমাজে বিশাল পরিবর্তন ঘটেছে। এ সম্পর্কে তিনি বলেন

' স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার ৬০ বছর, নিং সিয়া অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রবল চালিকাশক্তি যুগিয়েছে। অর্থনৈতিক ব্যাপকতা ক্রমশ বড় হয়েছে এবং অর্থনৈতিক দক্ষতাও দুর্বল থেকে শক্তিশালী হয়েছে। ১৯৫৮ সালে স্থানীয় অঞ্চলে উত্পাদনের মোট পরিমাণ ৩২.৮ বিলিয়ন ইউয়ান ছিল। ২০১৭ সালে এই সংখ্যা হয়েছে ৩৪ হাজার ৫৩৯.৩ বিলিয়ন ইউয়ান। এটি ১৯৫৮ সালের চেয়ে ১০৫৩ গুণ বেড়েছে।

(ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040