পিয়ংইয়ংয়ে বৈঠকে মিলিত হবেন দুই কোরিয়ার শীর্ষনেতা
  2018-09-18 14:49:55  cri
সেপ্টেম্বর ১৮: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট-ভবন ব্লু হাউজ সূত্রে জানা গেছে, উত্তর ও দক্ষিণ কোরিয়ার শীর্ষনেতাদের বৈঠকে দুই কোরিয়ার সম্পর্ক, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সংলাপ এগিয়ে নেওয়া ও কোরীয় উপদ্বীপের সামরিক উত্তেজনা প্রশমন এ তিনটি ইস্যু নিয়ে আলোচনা করা হবে।

আরো জানা গেছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন আজ (মঙ্গলবার) সকালে বিমানে পিয়ংইয়ংয়ে পৌঁছান। দুপুরের খাবারের পর মুন সেখানে উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং-উনের সাথে বৈঠকে মিলিত হবেন। বৈঠক সন্তোষজনক হলে যৌথভাবে সাংবাদিক সম্মেলন আয়োজন করে বৈঠকের ফলাফল প্রকাশ করা হবে।

(আকাশ/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040