তিন মাস আগে ব্রাজিলিয়ান ন্যাশনাল মিউজিয়াম প্রতিষ্ঠার ২০০তম বার্ষিকী উদযাপন করেছে। এই মিউজিয়ামটি হলো ব্রাজিলের সবচেয়ে প্রাচীনতম যাদুঘর, প্রাচীনতম গবেষণা প্রতিষ্ঠান এবং লাতিন আমেরিকার বৃহত্তম প্রাকৃতিক ইতিহাসের জাদুঘরগুলির মধ্যে একটি। এর ২০ মিলিয়নেরও বেশি সংগ্রহের মধ্যে রয়েছে আমেরিকায় আবিষ্কৃত প্রাচীনতম মানুষের দেহাবশেষ! আগুনের কারণ এখনও পরিষ্কার নয়।
ব্রাজিলিয়ান যাদুঘর ভবনটি মূলত ছিল পর্তুগিজ রাজকীয় পরিবারের প্রাসাদ। চলতি বছর যাদুঘর ভবনটির ২০০ বছর পূর্তি হয়।
রবিবার সন্ধ্যায় যাদুঘরটি বন্ধ হওয়ার পর আগুন লাগে সেখানে। ব্রাজিলীয় টেলিভিশনের সম্প্রচারিত এরিয়াল ছবিগুলোতে (Aerial photography) দেখা যায়, পুরো ভবনটি যেন আগুনের সমুদ্র গ্রাস করছে!
ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল টেলার পরে এক টুইটে বলেন, "এটি সব ব্রাজিলীয়দের জন্য দুঃখের দিন, কারণ ২০০ বছরের কাজ, গবেষণা এবং জ্ঞান হারিয়ে গেছে।"
এ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সির সূত্র জানায়, রিও ফায়ার বিভাগের একজন মুখপাত্র রবার্তো রোবয়ি জানিয়েছেন, জাদুঘরের নিকটতম পানি ছোঁড়ার ব্যবস্থা কাজ করছিল না; অগ্নিনির্বাপণ কর্মীদের কাছাকাছি একটি লেক থেকে পানি আনতে হয়েছিল। অগ্নিকাণ্ডে পুরো তিন তলা ভবনটি পুড়ে যায়। এখনও ভবনটি ধসে পড়ার ঝুঁকি আছে। জাতীয় যাদুঘরটির উপ-পরিচালক বলেন যে, জাদুঘরটির মোট সংগ্রহের মাত্র ১০ শতাংশই অবশিষ্ট আছে।
আগুনে কি কি সংগ্রহ পুড়ে গেছে?
ব্রাজিলের জাতীয় যাদুঘর ১৮১৮ সালে "রয়্যাল মিউজিয়াম" নামে পর্তুগিজ রাজা জোয়াও-ছয় দ্বারা প্রতিষ্ঠিত হয়। এটি আমেরিকার প্রাকৃতিক ইতিহাস এবং নৃতত্ত্বের বৃহত্তম জাদুঘরগুলির মধ্যে একটি। জাদুঘরের প্রদর্শিত সংগ্রহের মধ্যে রয়েছে ডাইনোসরের জীবাশ্ম, মিশরীয় মমি, মাছের নমুনা, কলম্বাস যুগের আগের সুন্দর মৃৎপাত্র, দক্ষিণ আমেরিকান প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র, উল্কা, জীবাশ্ম, পোকামাকড় ইত্যাদি। ব্রাজিলের জাতীয় যাদুঘরটি চারটি প্রধান অংশে বিভক্ত। প্রাচীন মিশর, ভূমধ্যসাগরীয় সংস্কৃতি, প্রাক-কলম্বিয়ায় প্রত্নতত্ত্ব এবং ব্রাজিলিয়ান প্রত্নতত্ত্ব। উল্লেখযোগ্য, ২০ মিলিয়নেরও বেশি সংগ্রহ ছিল সেখানে। "লুজিয়া" নামে পরিচিত একজন মহিলার ১২ হাজার বছরের পুরনো কঙ্কাল। এটিও আমেরিকাতে প্রাপ্ত প্রাচীনতম মানব কঙ্কাল।
১৬ শতকে পর্তুগিজরা ব্রাজিলে যান। সে সময় থেকে ১৮৮৯ সালে ব্রাজিল প্রজাতন্ত্র প্রতিষ্ঠা পর্যন্ত, কয়েক শতাব্দীর সংগ্রহগুলোও এ জাদুঘরে সংরক্ষণ করা হয়েছিল। প্রাক-কলম্বীয় যুগের কিছু অনন্য জাতিগত সংগ্রহ ছিল সেখানে। স্থানীয় আদিবাসী সংস্কৃতির কিছু প্রাগৈতিহাসিক জিনিসপত্রও রয়েছে। তা ছাড়া ব্রাজিলিয়ান ন্যাশনাল মিউজিয়ামে প্রাচীন গ্রিস, প্রাচীন রোম এবং প্রাচীন মিশরের সংগ্রহগুলোও রাখা হয়েছে।
মার্সেলো মোরিরা- রিও'র টিভি গ্লাবোর একজন সাংবাদিক - বিবিসিকে জানান,
"এটা খুবই দুঃখের... এই জাদুঘরের একটি মহান ইতিহাস রয়েছে। এটি ব্রাজিলের ইতিহাস এবং ব্রাজিলের সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। এটা সত্যিই ব্রাজিলের জন্য বড় ক্ষতি।"
ব্রাজিলের নৃবিজ্ঞানী গোমেজ বলেন: "ব্রাজিলের বয়স ৫০০ বছর! এই যাদুঘরটি ২০০ বছর ধরে ব্রাজিলে রয়েছে। এখন আমরা চিরদিনের জন্য এটি হারাবো!"
রিও মেয়র মার্সেলো ক্রিভেলা জাতীয় যাদুঘর পুনর্গঠনের আহবান জানিয়েছেন।
রিপোর্ট অনুযায়ী, মিউজিয়ামের কর্মচারীরা তহবিল হ্রাস এবং পুরানো সুবিধা ও ব্যবস্থাগুলো সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। সিসিটিভির মতে, যাদুঘরে কাঠের কাঠামো এবং উচ্চ জ্বলন্ত বস্তুর কারণে অগ্নিকাণ্ডের সময় আগুন এত দ্রুত বেড়েছে।
ব্রাজিলের সংস্কৃতিমন্ত্রী সার্জিও সাই লেইটন এই মিউজিয়াম পুনর্নির্মাণের জন্য চতুর্থ পর্যায়ের উন্নত ব্যবস্থার ঘোষণা দিয়েছেন। বিল্ডিং এবং সাইট নিরাপত্তাকে গুরুত্ব দিতে ব্রাজিলিয়ান শিক্ষা মন্ত্রণালয় ১০ মিলিয়ন রিয়্যাকের একটি জরুরি বরাদ্দ ঘোষণা করেছে। ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমার বলেন, জাতীয় জাদুঘর পুনর্নির্মাণের জন্য সরকার কোম্পানি ও ব্যাংক থেকে তহবিল সংগ্রহের চেষ্টা করছে। ব্রাজিলিয়ান শিক্ষামন্ত্রী রসিলি সুয়ারেজ বলেন যে, তিনি আন্তর্জাতিক সহায়তা আদায় করার চেষ্টা করছেন এবং ইউনেস্কোর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছেন।