'রেইনবো পরিকল্পনা'
  2018-09-18 14:04:46  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন, বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েই ফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ, এই সময় আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা বলতে পারি। যদিও বেইজিং ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক বেশি, তবে সংগীতের কোনো সীমানা নেই। আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে অনুভব করি যেন আমি আপনাদের সঙ্গেই আছি; এটি আমার জন্য খুব সুন্দর মুহূর্ত!

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সংগীতের পৃথিবীতে।

প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদের চীনের একটি তরুণ সংগীত ব্যান্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। ব্যান্ডের নাম 'রেইনবো পরিকল্পনা'। ব্যান্ডের সদস্যরা সবাই ১৯৯০ সালের পরে জন্মগ্রহণ করেছেন। তাই চীনা ভাষায় তাদেরকে '৯০ দশকের প্রজন্ম' বলা হয়।

প্রথমে শুনুন তাদের গান 'প্রেমিকরা'।

(১)

বন্ধুরা, 'রেইনবো পরিকল্পনা' ব্যান্ডটি তাদের নাম অনুসারে দশ বছরের মধ্যে রংধনুর সাতটি রং অনুযায়ী সাতটি অ্যালবাম প্রকাশ করতে চায়। এ ছাড়া কালো, সাদা ও স্বচ্ছ- এই তিনটি নামে আরো তিনটি অ্যালবাম প্রকাশের পরিকল্পনা আছে তাদের। তাদের উদ্দেশ্য নতুন যুগের তরুণ তরুণীদের পছন্দের সংগীত রচনা করা।

আচ্ছা, এখন শুনুন তাদের গান 'সবই তোমার'।

(২)

প্রিয় বন্ধুরা, 'রেইনবো পরিকল্পনা' ব্যান্ড আশা করে, তারা সংগীত, সাহিত্য, আলোকচিত্র, ডিজাইন ও শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে '৯০ দশকের প্রজন্মের' প্রতিভা, আগ্রহ এবং আবেগ তুলে ধরতে পারবে। ব্যান্ডটি '৯০ দশকের প্রজন্মের' প্রতিনিধিত্বকারী একটি ব্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টাও করছে।

এখন শুনুন তাদের আরেকটি সুন্দর গান; গানের নাম 'স্মরণ'।

(৩)

বন্ধুরা, প্রত্যেকের যৌবন যেন রংধনুর মতো, সুন্দর তবে ছোট। আর স্বপ্নও রংধনুর মতোই। যদি চেষ্টা না করেন, তাহলে কখনও স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন না। 'রেইনবো পরিকল্পনা' ব্যান্ডটি সবাইকে জানাতে চায়: 'যৌবনের জন্য স্বপ্ন বাস্তবায়ন করতে হয়'।

আচ্ছা, এখন শুনুন তাদের আরেকটি গান; গানের নাম 'তিক্ত কমলা'।

(৪)

বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ৮০'র দশক এবং ৯০'র দশকের প্রজন্ম বড় হওয়ার সঙ্গে সঙ্গে সে সময়ের প্রিয় কণ্ঠশিল্পী ও গীতিকারদের সংগীত ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে? আসলে বিজ্ঞান জগতের মতো, সংগীত জগতেও কিছু টাটকা রক্ত দরকার! 'রেইনবো পরিকল্পনা' ঠিক এমনই একটি ব্যান্ড।

এখন শুনুন তাদের আরেকটি গান; গানের নাম 'তুমি দেখতে পারো না'।

(৫)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন 'রেইনবো পরিকল্পনা' দলের আরেকটি সুন্দর গান- 'ভ্রমণ'। 'রেইনবো পরিকল্পনা'র গানে সবসময় যৌবনের আবেগ ও উত্সাহ থাকে। তাদের গান শুনে যেন নিজেও প্রাণচঞ্চল হয়ে উঠি, তাই না? আচ্ছা, শুনুন তাদের গান 'ভ্রমণ'।

(৬)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন চীনের কণ্ঠশিল্পী ইয়ু চিয়া ইয়ুনের একটি সুন্দর গান; গানের নাম 'আমি চাই'। হ্যাঁ, আমি চাই তুমি সবসময় আমার সঙ্গে থাকবে; আমি চাই, আমাদের প্রেম সবসময় টাটকা রবে; আমি চাই, তোমার মুখে সবসময় মধুর হাসি দেখা যাবে।

আচ্ছা, শুনুন গানটি।

(৭)

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো আরেকটি মিষ্টি গান; গানের নাম- 'সময়'। গানের কণ্ঠশিল্পী সুই ফেই।

আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

(৮)

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040