ভিয়েনায় আইএইএ'র সম্মেলনে চীনের পরমাণু উন্নয়ন ও নিরাপত্তা সংক্রান্ত অবস্থা তুলে ধরলেন চীনা প্রতিনিধি
  2018-09-18 10:53:06  cri

সেপ্টেম্বর ১৮: গতকাল (সোমবার) ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-র ৬২তম সম্মেলনে চীনা প্রতিনিধি জাং খ্য চিয়ান চীনের পরমাণু উন্নয়ন ও নিরাপত্তা সংক্রান্ত অবস্থা তুলে ধরেন।

সম্মেলনে সাধারণ মতামত প্রকাশের সময় তিনি বলেন, চীন সবসময় মানুষ ও প্রকৃতির সমন্বিত উন্নয়নে বিশ্বাসী। পরিষ্কার, সবুজ ও নিম্ন কার্বন জ্বালানি হিসেবে পারমাণবিক শক্তির অনেক উন্নয়নের সম্ভাবনা রয়েছে। চীনে এখন তৃতীয় প্রজন্মের পরমাণু বিদ্যুত প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহারের জন্য চীন চেষ্টা করছে। বর্তমানে চীনের মূলভূভাগে পরমাণু বিদ্যুত উত্পাদন ইউনিট ৪৩টি চালু আছে। তাদের বিদ্যুত উত্পাদনের পরিমাণ বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে। আরো ১৩টি ইউনিটের নির্মাণ চলছে।

জাং খ্য চিয়ান জোর দিয়ে বলেন, পরমাণু নিরাপত্তার দিকে চীন উচ্চ গুরুত্ব দিচ্ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সদস্য হিসেবে মানবজাতির শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তি ব্যবহারের ক্ষেত্রে চীন নিজের ভূমিকা পালন করতে ইচ্ছুক।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040