চীন-রাশিয়া জ্বালানি সহযোগিতা কমিটির পঞ্চদশ সম্মেলন অনুষ্ঠিত
  2018-09-18 10:51:58  cri

সেপ্টেম্বর ১৮: চীন-রাশিয়া জ্বালানি সহযোগিতা কমিটির পঞ্চদশ সম্মেলন গতকাল (সোমবার) মোস্কোয় অনুষ্ঠিত হয়। চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য ও উপ-প্রধানমন্ত্রী হান জেং এবং রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি কোজাক যৌথভাবে এ সম্মেলন সভাপতিত্ব করেন।

হান জেং বলেন, জ্বালানি সহযোগিতা হচ্ছে চীন-রাশিয়া সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশ। দু'দেশের শীর্ষনেতাদের উত্সাহে দু'দেশের জ্বালানি সহযোগিতা সুষ্ঠু ও ফলপ্রসূ হয়েছে। গতবারে চতুর্দশ সম্মেলনে অর্জিত বিভিন্ন ঐকমত্য ও প্রকল্প সুষ্ঠুভাবে সামনে এগুচ্ছে। দু'দেশের উচিত সহযোগিতা আরো সমৃদ্ধ করে দু'দেশের প্রধানমন্ত্রীদের ২৩তম বৈঠকের জন্য প্রস্তুতি নেওয়া।

পরবর্তী সহযোগিতা নিয়ে হান জেং ৩ দফা প্রস্তাব দিয়েছেন। এক, স্বাক্ষরিত ও বিদ্যমান সহযোগিতা প্রকল্পগুলো ভালভাবে বাস্তবায়ন করা। দুই, সরকারকে নেতৃত্ব ও বাজার পরিচালনার ভূমিকা ভালভাবে পালন করে বাণিজ্যিক পরিচালনার নিয়ম অনুসরণ করে সহযোগিতার ক্ষেত্র ও পদ্ধতি সম্প্রসারণ করা। তিন, দু'দেশের মধ্যে জ্বালানি সংক্রান্ত প্রযুক্তি, মানুষ ও তথ্যের আদানপ্রদান ও সহযোগিতা জোরদার করে পরস্পরের কাছ থেকে অভিজ্ঞতা গ্রহণ করে দু'দেশের জ্বালানি সংক্রান্ত 'সফ্ট পাওয়ার' উন্নীত করা।

উপ-প্রধানমন্ত্রী কোজাক সাম্প্রতিক বছরগুলোতে দু'দেশের মধ্যে জ্বালানি সহযোগিতার ফলাফলের ইতিবাচক মূল্যায়ন করেন। তিনি বলেন, সহযোগিতা থেকে দু'দেশের মধ্যে পারস্পরিক আস্থা প্রতিফলিত হয়েছে। পরবর্তী সহযোগিতা রাশিয়া খুব ইতিবাচকভাবে দেখছে এবং চীনের সঙ্গে জ্বালানি সহযোগিতা কমিটির ভূমিকা সক্রিয়ভাবে পালন করে দু'দেশের প্রধানমন্ত্রীদের ২৩তম বৈঠকের জন্য প্রস্তুতি নিতে ইচ্ছুক।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040