বিজ্ঞান ও প্রযুক্তি হচ্ছে মূল উত্পাদন-শক্তি: চীনা প্রেসিডেন্ট
  2018-09-17 18:56:56  cri
সেপ্টেম্বর ১৭: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি হচ্ছে মূল উত্পাদন-শক্তি এবং সৃজনশীলতা হচ্ছে উন্নয়নের মূল চালিকাশক্তি। তিনি আজ (সোমবার) সকালে বেইজিংয়ে শুরু হওয়া 'বিশ্ব বিজ্ঞান-শিক্ষাসম্মেলন, ২০১৮' উপলক্ষ্যে পাঠানো এক শুভেচ্ছাবাণীতে এ-কথা বলেন।

বাণীতে সি চিন পিং বলেন, বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নকাজ চলছে, যা বৈশ্বিক উন্নয়ন-প্রক্রিয়ার ওপর গভীর প্রভাব ফেলছে এবং মানবজাতির উত্পাদন ও জীবনপদ্ধতিতে আনছে পরিবর্তন।

তিনি বলেন, সমাজের বিভিন্ন মহলের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি মহলের সমন্বয় জোরদার করা এবং এই খাতে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বেগবান করা উচিত। এতে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা আরও বেশি কার্যকর প্রমাণিত হবে।

প্রেসিডেন্ট সি আরও বলেন, চীন বিজ্ঞান ও প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করে আসছে এবং জনগণকে আরও বিজ্ঞানমনস্ক করে তুলতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040