'বিশ্ব বিজ্ঞান-শিক্ষাসম্মেলন, ২০১৮' বেইজিংয়ে শুরু
  2018-09-17 16:51:55  cri

সেপ্টেম্বর ১৭: আজ (সোমবার) সকালে বেইজিংয়ে শুরু হয় 'বিশ্ব বিজ্ঞান-শিক্ষাসম্মেলন, ২০১৮'। সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সম্পাদক ওয়াং হু নিং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকেন এবং প্রেসিডেন্ট সি'র শুভেচ্ছাবাণী পড়ে শোনান।

ভাষণে ওয়াং হু নিং বলেন, প্রেসিডেন্ট সি'র শুভেচ্ছাবাণীতে এই সম্মেলনের গুরুত্ব প্রমাণিত হয়। প্রেসিডেন্ট সি বরাবরই বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সৃজনশীলতার ওপর গুরুত্বারোপ করে আসছেন। তিনি মনে করেন, এই খাতে সৃজনশীলতা জনগণের বিজ্ঞানমনস্কতার ওপর নির্ভরশীল। প্রেসিডেন্ট মনে করেন, বিজ্ঞানকে আরও জনপ্রিয় করে তোলা উচিত। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040