'চীনকে বুঝতে হলে কাছে আসতে হবে; দূর থেকে দেখলে চলবে না'
  2018-09-17 16:49:16  cri
সেপ্টেম্বর ১৭: চীনের উন্নয়নবিষয়ক উচ্চ পর্যায়ের দু'দিনব্যাপী ফোরাম গতকাল (রোববার) বেইজিংয়ে শুরু হয়। দেশি-বিদেশি শিল্পপ্রতিষ্ঠান, বিদগ্ধ সমাজ ও বিভিন্ন দেশের সরকারি মহলের প্রায় ৮০০ জন অতিথি ফোরামে অংশ নেন।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিটার বোটলিয়ার চীনে বিশ্বব্যাংকের প্রধান প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। ফোরামে তিনি বলেন, "আমি বিশ বছরেরও বেশি সময় ধরে চীনে কাজ করি না। চীন সম্পর্কে আমার মন্তব্য হবে ১০ হাজার মিটার উঁচু থেকে কোনো জিনিস দেখে মন্তব্য করার মতো। এভাবে আমি কেবল কোনো এক বিশেষ দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে পারি।'

পিটার বোটলিয়ার যথার্থ বলেছেন। বিগত ৪০ বছর ধরে চীন বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে সামনে এগিয়েছে। সংস্কার ও উন্মুক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে দেশটি ৭০ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করেছে। চীন ১৯৯৯ ও ২০১০ সালে যথাক্রমে বিশ্বব্যাংকের নির্ধারিত নিম্ন-মাঝারি আয় এবং উচ্চ-মাঝারি আয়ের দেশে পরিণত হয়। ২০১৭ সালে চীনের মাথাপিছু জিডিপি ছিল প্রায় ৯০০০ মার্কিন ডলার।

বর্তমান বিশ্ব নতুন এক চীনকে দেখছে। মাথাপিছু জিডিপি'র হিসেবে বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চলের মধ্যে ৭০তম স্থানে রয়েছে দেশটি। বর্তমানে চীন সার্বিকভাবে সচ্ছল সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এই চীনকে বুঝতে হলে, কাছে আসতে হবে। দূর থেকে এই চীনকে উপলব্ধি করা সম্ভব নয়। ১০ হাজার মিটার উঁচু থেকে খালি চোখে যেমন একটি জিনিস সম্পর্কে সঠিক ধারণা করা সম্ভব নয়, ঠিক তেমনি আধুনিক চীনকে দূর থেকে বোঝা সম্ভব নয়। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040