বাণিজ্য-সংঘাত বৈশ্বিক অর্থনীতির উন্নয়নকে বাধাগ্রস্ত করবে: বিশেষজ্ঞদের অভিমত
  2018-09-17 16:06:32  cri
সেপ্টেম্বর ১৭: বিদ্যমান বাণিজ্য-সংঘাত বৈশ্বিক বহুপক্ষীয় বাণিজ্য-ব্যবস্থাকে দুর্বল করে তুলছে। এতে বিশ্বে আর্থিক সংকট সৃষ্টি হতে পারে এবং বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধার-প্রক্রিয়াও ক্ষতিগ্রস্ত হবে। গতকাল (রোববার) বেইজিংয়ে শুরু-হওয়া চীনের উন্নয়নবিষয়ক উচ্চ পর্যায়ের ফোরামে অর্থনীতিবিদরা এমন মন্তব্য করেন।

চীনের রাষ্ট্রীয় পরিষদের উন্নয়ন গবেষণালয়ের উপ-মহাপরিচালক ওয়াং ই মিং তার ভাষণে বলেন, ২০১৮ সালের ৫ জুন প্রকাশিত বিশ্বব্যাংকের 'গ্লোবাল ইকনোমিক আউটলুক' অনুযায়ী, কোনো কোনো ক্ষেত্রে শুল্ক ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় বিশ্ববাণিজ্যে তার গুরুতর নেতিবাচক প্রভাব পড়েছে।

তিনি আরও বলেন, বাণিজ্য-সংঘাতের আওতা সম্প্রসারণের সঙ্গে সঙ্গে নানান ধরনের চ্যালেঞ্জেরও সম্মুখীন হতে হচ্ছে, যা বিশ্বের অর্থনীতির পুনরুদ্ধার-প্রক্রিয়ায় অনিশ্চয়তা বাড়িয়েছে।

চীনের সমাজবিজ্ঞান অ্যাকাডেমির সাবেক মহাপরিচালক লি ইয়াং বলেন, বাণিজ্য-সংঘাত অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তিকে দুর্বল করবে এবং বিশ্বে বড় ধরনের আর্থিক সংকট বয়ে আনবে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040