'ভালবাসা এসেছিল'
  2018-09-17 15:30:57  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের একটি নারী ব্যান্ডদলের পরিচয় করিয়ে দেবো। গ্রুপের নাম এসএইচই। রেন চিয়া স্যুয়ান (সেলিনা), থিয়ান ফু চেন (হিবি) ও ছেন চিয়াং হুয়া এল্লা—এই তিন মেয়ে নিয়ে গ্রুপটি গঠিত হয়। প্রথমে শোনাবো তাঁদের কন্ঠে 'ভালবাসা এসেছিল' নামের গান। ২০০৭ সালে গানটি রিলিজ হয়। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন এসএইচই'র কন্ঠে 'ভালবাসা এসেছিল' শীর্ষক গান। ২০০০ সালে গ্রুপের তিন জন সদস্য তাইওয়ানের 'ইউনিভার্স ২০০০ শক্তিশালী সুন্দরী মেয়ে প্রতিযোগিতা'-য় অংশ নেয়ার পর গ্রুপটি গড়ে তোলেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে গ্রুপটি প্রথম অ্যালবাম প্রকাশ করে। একই বছরে গ্রুপটি অ্যালবামটির জন্য তাইওয়ানের ত্রয়োদশ 'গোল্ডেন মেলডি অ্যাওয়ার্ডস'-এর শ্রেষ্ঠ নতুন কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করে। এখন আমি আপনাদেরকে গ্রুপটির 'গ্রীষ্মকালের হাসি' শীর্ষক গান শোনাবো। গানটি ২০০৩ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন এসএইচই'র 'গ্রীষ্মকালের হাসি' নামের গান। ২০০২ সালে গ্রুপটি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করে। একই বছরে গ্রুপটি তাইওয়ানের ১৪তম 'গোল্ডেন মেলডি অ্যাওয়ার্ডস'-এর শ্রেষ্ঠ ব্যান্ডের পুরস্কার লাভ করে। ২০০৩ সালে গ্রুপটি তৃতীয় অ্যালবাম প্রকাশ করে। একই বছরে গ্রুপটি এই অ্যালবামের জন্য পুনরায় তাইওয়ানের ১৫তম 'গোল্ডেন মেলডি অ্যাওয়ার্ডস'-এর শ্রেষ্ঠ ব্যান্ডের পুরস্কার লাভ করে। ২০০৪ সালে গ্রুপটি পঞ্চম অ্যালবামের জন্য ১৬তম গোল্ডন মেলডি'র শ্রেষ্ঠ ব্যান্ডের পুরস্কার লাভ করে। একই বছরে গ্রুপটি প্রথমবারের মতো বিশ্ব ট্যুর কনসার্ট আয়োজন করে। এখন আমি আপনাদেরকে 'বড় হতে চাই না' শীর্ষক গান শোনাবো। গানটি ২০০৫ সালে রিলিজ হয়। এসএইচই'র অষ্টম অ্যালবামে গানটি অন্তর্ভুক্ত হয়।

বন্ধুরা, শুনছিলেন এসএচই'র 'বড় হতে চাই না' শীর্ষক গান। ২০০৫ সালে এসএইচই প্রকাশিত অষ্টম অ্যালবাম ১৭তম গোল্ডেন মেলডি অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ ব্যান্ডের পুরস্কার লাভ করে। ২০০৬ সালে এসএইচই ওয়ার্ল্ড ট্যুর কনসার্ট আয়োজন করে। ২০০৭ সালে গ্রুপটি নবম অ্যালবাম প্রকাশ করে। ২০০৮ সালে দশম অ্যালবাম প্রকাশ করে। ২০০৯ সালে পুনরায় ওয়ার্ল্ড ট্যুর কনসার্ট আয়োজন করে। ২০১০ সালে পুনরায় অ্যালবাম প্রকাশ করার পর গ্রুপটি ভেঙ্গে দেওয়ার ঘোষণা আসে। এখন আমি আপনাদেরকে গ্রুপটির 'এখনও প্রেমের সম্পর্ক হয়নি' শীর্ষক গান শোনাবো। গানটি ২০০১ সালে রিলিজ হয় এবং প্রথম অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন এসএইচই'র 'এখনও প্রেমের সম্পর্ক হয়নি' শীর্ষক গান। দুই বছর পর ২০১২ সালে গ্রুপটি পুনরায় অ্যালবাম প্রকাশ করে। ২০১৩ সালের মার্চ মাসে গ্রুপটি ওয়ার্ল্ড ট্যুর কনসার্ট আয়োজন করে। ২০১৫ সালে এসএইচই ব্যান্ড চলচ্চিত্রের থিম সং গায়। ২০১৬ সালের অগাষ্টে ইপি প্রকাশ করে। এখন আমি আপনাদেরকে গ্রুপটির 'একবার দেখা হলে ১০ হাজার বছর তোমাকে ভালবাসি' নামের গান শোনাবো। গানটি ২০০৬ সালে রিলিজ হয়। গানটি হল একটি টিভি সিরিজের থিম সং। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন এসএইচই'র 'একবার দেখা হলে ১০ হাজার বছরে তোমাকে ভালবাসি' নামের গান। এখন আমি কন্ঠশিল্পী হু ইয়ান বিন'র কন্ঠে 'ম্যাক্রোস ভালবাসা' নামের গান শোনাবো। তিনি ১৯৮৩ সালের ৪ জুলাই শাংহাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কন্ঠশিল্পী ও সংগীত প্রযোজক। তিনি ১৯৯৯ সালে 'শাংহাই এশিয়া সংগীত উত্সবের নতুন কন্ঠশিল্পীর প্রতিযোগিতা'-এ অংশ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে প্রবেশ করেন। ২০০২ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। 'ম্যাক্রোস ভালবাসা' নামের গান ২০০২ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040