শ্রীলংকার হামবান্টোটা বন্দর গ্রুপ ও জাপানের কাওয়াসাকি স্টিমশিপ কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত
  2018-09-17 11:07:48  cri
সেপ্টেম্বর ১৭: সম্প্রতি শ্রীলংকার হামবান্টোটা আন্তর্জাতিক বন্দর গ্রুপ ও জাপানের কাওয়াসাকি স্টিমশিপ কোম্পানির মধ্যে বন্দর সেবাসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি শ্রীলংকার প্রথমবারের মতো আন্তর্জাতিক পরিবহণ কোম্পানির সঙ্গে স্বাক্ষরিত 'রো-রো টার্মিনাল' সংক্রান্ত বন্দর সেবা বিষয়ক চুক্তি।

গতকাল (রোববার) হামবান্টোটা আন্তর্জাতিক বন্দর গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা রেন রুই জানান, এ চুক্তির মূল লক্ষ্য হচ্ছে হামবান্টোটা বন্দরে 'রো-রো টার্মিনালে' গাড়ি ট্র্যানজিট কার্যক্রম বেগবান করা। এ চুক্তি অনুসারে কাওয়াসাকি স্টিমশিপ কোম্পানির এ বন্দরে ট্র্যানজিটের পরিমাণ বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040