কাকাদু-২০১৮ যৌথ মহড়া শেষে স্বদেশের উদ্দেশ্যে চীনা নৌবাহিনীর হুয়াংশান রণতরী
  2018-09-17 11:07:23  cri
সেপ্টেম্বর ১৭: কাকাদু-২০১৮ যৌথ মহড়া সম্প্রতি শেষ হয়েছে। মহড়ায় অংশগ্রহণকারী চীনা নৌবাহিনীর হুয়াংশান রণতরী গত ১৫ সেপ্টেম্বর সকালে স্বদেশের উদ্দেশ্যে অস্ট্রেলিয়ার ডারউইন বন্দর ত্যাগ করে।

এবারের মহড়ায় চীন, পাকিস্তান ও শ্রীলংকাসহ ২৭টিরও বেশি দেশ সেনা বা পর্যবেক্ষক পাঠায়। চীনা নৌবাহিনী এতে প্রথমবারের মতো অংশ নেয়।

হুয়াংশান রণতরী গত ২১ আগস্ট কুয়াং তোং প্রদেশ থেকে যাত্রা শুরু করে এবং ৩০ অগাস্ট ডারউইন বন্দরে পৌঁছায়। এরপর এ রণতরী কাকাদু কাপ ক্রীড়া প্রতিযোগিতা ও আন্তর্জাতিক সাংস্কৃতিক উত্সবসহ নানা অনুষ্ঠানে অংশ নেয়। তারপর ৬ থেকে ১৩ সেপ্টেম্বর সমুদ্রে যৌথ মহড়ায় অংশ নেয় রণতরীটি। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040