ইসরাইলের প্রতি বেদুইনদের আবাসিক স্থাপত্য ভেঙে না দেওয়ার আহ্বান জাতিসংঘ কর্মকর্তার
  2018-09-17 10:03:13  cri

সেপ্টেম্বর ১৭: ইসরাইলের প্রতি খান আহমার গ্রামে ফিলিস্তিনি বেদুইনদের আবাসিক স্থাপত্য ভেঙে না দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার বিশেষ সমন্বয়কারী নিকোলাই মলাদেনোভ। গতকাল (রোববার) প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি বেদুইনদের আবাসিক স্থাপত্য ভেঙে দেওয়ার পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে এবং এতে একটি বসবাসযোগ্য প্রতিবেশী ফিলিস্তিন গঠনের প্রয়াসের ক্ষতি হবে।

ইসরাইলের হাইকোর্ট গত ৫ সেপ্টেম্বর এক রায়ে এক সপ্তাহ পর জেরুসালেমের পূর্বাঞ্চলীয় একটি আবাসিক এলাকাকে 'অবৈধ' বলে ভেঙে দেওয়ার আদেশ দিয়েছে। ইসরাইলের গণমাধ্যমের খবর অনুযায়ী, আবাসিক এলাকাটির লোকজনদের ১৩ কিলোমিটার দূরে আরেকটি জায়গায় পুন:স্থাপন করা হবে। কিন্তু সমালোচনা অনুযায়ী, নতুন স্থাপত্য নির্মাণের অনুমতি পাবে না ফিলিস্তিনিরা।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040