চীনের 'ইন্টারনেট অব থিংস' বাজারের আকার ১ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে
  2018-09-17 10:01:26  cri

সেপ্টেম্বর ১৭: বিশ্ব 'ইন্টারনেট অব থিংস' মেলা গত শনিবার চীনের চিয়াংসু প্রদেশের উ শি শহরে শুরু হয়। চীনের শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং চিয়াংসু প্রদেশের স্থানীয় সরকারের যৌথ উদ্যোগে 'ডিজিটাল অর্থনীতি, ইন্টারনেট অব থিংস যুগ' প্রতিপাদ্যে এবারের মেলা অনুষ্ঠিত হয়। মেলার সাংগঠনিক কমিটির অনুরোধে চীনের অর্থনৈতিক তথ্য সংস্থা উ শি শহরে টানা ৮ বছর ধরে 'চীনের ইন্টারনেট অব থিংস উন্নয়ন প্রতিবেদন' প্রকাশ করে। চলতি বছরের প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সাল থেকে চীনের ইন্টারনেট অব থিংস শিল্প আসল উন্নয়নের পর্যায়ে উন্নীত হয়েছে। তার আকার ১ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে এবং প্রবৃদ্ধি হার ছাড়িয়েছে ২৫ শতাংশ। এর মধ্যে 'ক্লাউড প্রযুক্তি' প্রতিযোগিতার কেন্দ্রীয় বিষয়। ২০২১ সালে চীনের 'ইন্টারনেট অব থিংসের' আকার বিশ্বের প্রথম স্থানে উন্নীত হবে বলে অনুমান করা হচ্ছে।

এবারের মেলায় বিশ্বের ২০টিরও বেশি দেশ ও অঞ্চলের ৫২৬টি কোম্পানি অংশগ্রহণ করে।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040