গাজীপুর ও রংপুর মহানগর পুলিশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2018-09-16 19:05:11  cri
আনুষ্ঠানিকভাবে রোববার থেকে যাত্রা শুরু করেছে গাজীপুর ও রংপুর মহানগর পুলিশ। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিএমপি ও আরএমপির উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন দেশকে উন্নত করতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে। সেই লক্ষেও নতুন দুটি মহানগর পুলিশের উদ্বোধন হলো। এ সময় তিনি জঙ্গিবাদ দমনে পুলিশ বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। গাজীপুর বা জিএমপির অধীন থানাগুলো হলো গাজীপুর সদর, কাশিমপুর, কোনাবাড়ি, বাসনগাছা, পূবাইল, টঙ্গি পূর্ব, টঙ্গী পশ্চিম এই ৮টি থানা নিয়ে। আর রংপুর বা আরএমপির আওতায় থাকবে কোতোয়ালি, পরশুরাম, তাজহাট, মাহিগঞ্জ, হারাগাছ এবং হাজারীহাট।

এছাড়া, ভিডিও কনফারেন্সে মাধ্যমে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও কুমিল্লার হোমনায় তিতাস নদীর ত্রিমোহনায় বিশ্বের সর্ববৃহৎ ওয়াই আকৃতির সেতু উদ্বোধন করেন। এটি শেখ হাসিনা তিতাস সেতু নামে নামকরণ করা হয়েছে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040