নতুন যুগে প্রতিবন্ধীদের কল্যাণে আরও বেশি কাজ করা উচিত: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার
  2018-09-16 18:30:42  cri
সেপ্টেম্বর ১৬: প্রেসিডেন্ট সি'র 'নতুন যুগে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক চিন্তাধারার' আলোকে, দেশের প্রতিবন্ধীদের কল্যাণে আরও বেশি কাজ করা এবং বিদ্যমান সংশ্লিষ্ট ব্যবস্থাকে আরও সৃজনশীল ও কার্যকর করা উচিত। চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ওয়াং ইয়োং আজ (রোববার) বেইজিংয়ে চীনের প্রতিবন্ধী ফেডারেশনের সপ্তম জাতীয় কংগ্রেসের সমাপনী সভায় এ-কথা বলেন।

তিনি বলেন, সিপিসি'র অস্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে কমরেড সি'কে কেন্দ্র করে পার্টির কেন্দ্রীয় কমিটির দৃঢ় নেতৃত্বে চীনের প্রতিবন্ধীদের জন্য কল্যাণমূলক কাজে লক্ষ্যণীয় অগ্রগতি অর্জিত হয়েছে। এসময় প্রতিবন্ধীদের জীবিকার উন্নয়ন ঘটেছে ও স্বার্থ সুরক্ষিত থেকেছে। সামাজিক কাজে প্রতিবন্ধীদের অংশগ্রহণের হারও বেড়েছে। ভবিষ্যতে প্রতিবন্ধীদের জন্য কল্যাণমূলক কাজে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলেও তিনি মন্তব্য করেন। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040