আঞ্চলিক আইন প্রণয়নকাজকে যুগের সঙ্গে খাপ খাইয়ে এগিয়ে নিয়ে যাওয়া উচিত: লি চান শু
  2018-09-16 15:47:46  cri
সেপ্টেম্বর ১৬: প্রেসিডেন্ট সি'র 'নতুন যুগে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক চিন্তাধারা' ও চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের চেতনার আলোকে, আঞ্চলিক আইন প্রণয়নকাজকে যুগের সঙ্গে খাপ খাইয়ে এগিয়ে নিয়ে যাওয়া উচিত এবং চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক আইনগত ব্যবস্থা পূর্ণাঙ্গ করে তোলা ও আঞ্চলিক অর্থনীতি ও সমাজের উন্নয়নে নতুন অবদান রাখা উচিত।

গতকাল (শনিবার) চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌ শহরে অনুষ্ঠিত '২৪তম দেশব্যাপী আঞ্চলিক আইন প্রণয়নকাজ' শীর্ষক আলোচনাসভায় সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান লি চান শু এসব কথা বলেন।

তিনি বলেন, আঞ্চলিক আইন প্রণয়ন হল চীনের বৈশিষ্ট্যসম্পন্ন ব্যবস্থা, যা সংস্কার ও উন্মুক্তকরণ এবং দেশের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ও বিশেষ ভূমিকা পালন করে থাকে। চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র নতুন যুগে প্রবেশ করেছে এবং আঞ্চলিক আইন প্রণয়নকাজকে সেই যুগের চাহিদাও মেটাতে হবে বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040