চীনের দশম বৈদেশিক বিনিয়োগ মেলা বেইজিংয়ে অনুষ্ঠিত
  2018-09-16 15:08:19  cri
সেপ্টেম্বর ১৬: আন্তর্জাতিক উত্পাদন-ক্ষমতা ফোরাম-২০১৮ এবং চীনের দশম বৈদেশিক বিনিয়োগ মেলা গতকাল (শনিবার) বেইজিংয়ে শুরু হয়। দু'দিনব্যাপী এই ফোরামে 'এক অঞ্চল, এক পথ'-এর আওতায় নতুন জ্বালানি খাতে আন্তর্জাতিক সহযোগিতা এবং 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসংক্রান্ত বিনিয়োগের বাণিজ্যিক ঝুঁকি প্রতিরোধসহ বিভিন্ন ইস্যুর ওপর গুরুত্ব দেওয়া হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা বলেন, এবারের মেলা চীনের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগকে তার দেশের 'ইউরেশিয়া অর্থনৈতিক জোট'-এর সঙ্গে সংযুক্ত করার উপযুক্ত প্লাটফর্ম যুগিয়েছে।

চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা মেলায় চীনের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, বৈদেশিক বিনিয়োগকে বরাবরই উত্সাহ দিয়ে আসছে চীন। সংশ্লিষ্ট দেশগুলো এই খাতে বিনিয়োগকারীদের আরও সুবিধা দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, মেলার মূল প্রতিপাদ্য ছিল: 'বৈদেশিক বিনিয়োগে সৃজনশীলতা এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি'। মেলায় শতাধিক দেশ ও অঞ্চলের শিল্পপতি, বিশেষজ্ঞ ও পণ্ডিত অংশগ্রহণ করেন। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040