চীনা পর্যটকের সঙ্গে পুলিশের দুর্ব্যবহার: সুইডেনে মানবাধিকার লঙ্ঘিত
  2018-09-16 12:25:47  cri
সেপ্টেম্বর ১৫: সুইডেন বরাবরই মানবাধিকারের কথা বলে আসছে। ২০১৭ সালের মে মাসে প্রকাশিত মানবাধিকার প্রতিবেদনে দেশটি চীনসহ বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে। অথচ এই সুইডেনের পুলিশ অসুস্থ চীনা পর্যটকের সঙ্গে গত ২ সেপ্টেম্বর যে আচরণ করেছে, তা মানবাধিকারের চরম লঙ্ঘন। ঘটনার পর সুইডেনে চীনা দূতাবাস এর প্রতিবাদ জানায়। কিন্তু এখন পর্যন্ত সুইডিশ সরকার এ-নিয়ে কোনো বিবৃতি দেয়নি বা চীনা পর্যটকদের কাছে ক্ষমা চায়নি।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর ভোরবেলায় চীনা পর্যটক মিস্টার জেং তাঁর পিতা-মাতাকে নিয়ে স্টকহোমের একটি হোটেলে পৌঁছান। হোটেল কর্তৃপক্ষ তাদেরকে সকালে চেক-ইন করতে বলে। কিন্তু জেংয়ের ৬৭ বছর বয়সী হৃদরোগী পিতা অর্থের বিনিময়ে হোটেলের লবিতে বিশ্রাম নেওয়ার অনুমতি চান। কিন্তু এতে হোটেল কর্তৃপক্ষ রাজি হয়নি। এ-নিয়ে দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হোটেল-কর্মী পুলিশ ডাকেন এবং পুলিশ এসে নির্দয়ভাবে জেং ও তার পিতা-মাতাকে জোর করে গাড়িতে উঠিয়ে শহরের উপকণ্ঠের একটি সমাধিক্ষেত্রের কাছে রেখে আসে। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040