চীনা পর্যটকদের সঙ্গে দুর্ব্যবহারে প্রতিবাদ জানালো সুইডেনে চীনা দূতাবাস
  2018-09-16 12:24:01  cri
সেপ্টেম্বর ১৫: আজ (শনিবার) এক বিবৃতিতে চীনা পর্যটকদের সঙ্গে সুইডিশ পুলিশের সাম্প্রতিক দুর্ব্যবহারের তীব্র প্রতিবাদ জানিয়েছে সুইডেনে চীনের দূতাবাস। গত ২ সেপ্টেম্বর ভোরবেলায় স্টকহোমে তিন জন চীনা পর্যটকের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে দেশটির পুলিশ।

সুইডেনে চীনা দূতাবাসের কনসুলেট বিভাগের পরিচালক চাং লেই সাংবাদিকদের জানান, সুইডিশ পুলিশদের আচরণ সেদেশে চীনা নাগরিকদের নিরাপত্তা ও মৌলিক অধিকার লঙ্ঘন করেছে। বেইজিং সুইডিশ সরকারের কাছে এ-ব্যাপারে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে এবং ঘটনা খতিয়ে দেখতে ও এর জন্য দুঃখ প্রকাশ করার দাবি জানিয়েছে। তবে, এখন পর্যন্ত এ-ব্যাপারে কোনো সাড়া দেয়নি সুইডিশ সরকার।

উল্লেখ্য, চীনা পর্যটক মিস্টার জেং এবং তাঁর পিতা-মাতা একসঙ্গে সেপ্টেম্বর মাসের শুরুতে সুইডেন ভ্রমণে যান। ২ সেপ্টেম্বর ভোরবেলায় স্টকহোমে একটি হোটেলে পৌঁছালে চেক-ইন নিয়ে হোটেলের কর্মীদের সঙ্গে তাঁদের তর্ক-বিতর্ক হয়। এ-সময় হোটেল-কর্মী পুলিশ ডাকে এবং পুলিশ জেং ও তাঁর পিতা-মাতাকে শহরের উপকণ্ঠে নিয়ে যায়। পরে তারা স্থানীয়দের সাহায্যে শহরাঞ্চলে ফিরে আসে এবং চীনা দূতাবাস ও স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040