চীনের সাংবাদিক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর
  2018-09-15 19:54:57  cri

সেপ্টেম্বর ১৫: বাংলাদেশের সাংবাদিক সমিতির আমন্ত্রণে চীনের সাংবাদিক সমিতির সম্পাদকমণ্ডলীর সম্পাদক ওয়াং তোং মেইয়ের নেতৃত্বে একটি চীনা সাংবাদিক প্রতিনিধিদল ১৩ থেকে ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করে।

সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা ঢাকায় চীনা রাষ্ট্রদূত চাং চুওয়ের সঙ্গে সাক্ষাত করেন; বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে আলোচনায় বসেন; এবং বাংলাদেশে চীন আন্তর্জাতিক বেতারের কনফুসিয়াস ক্লাসরুম পরিদর্শন করেন।

প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত্কালে রাষ্ট্রদূত চাং চুও বলেন, ২০১৬ সালে প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশ সফরের পর দু'দেশের সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার মাত্রা এক নতুন উচ্চতায় পৌঁছায়।

তিনি আরও বলেন, দু'দেশের জনগণের পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি ও 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। চীনের সাংবাদিক সমিতি দু'দেশের গণমাধ্যমের বিনিময় ও সহযোগিতায় ইতিবাচক ভূমিকা পালন করে যাবে বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040