ইউএনডিপির মানব উন্নয়ন সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ
  2018-09-15 18:46:54  cri
মাথাপিছু আয়, গড় আয়ুসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নতির ফলে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি- ইউএনডিপির মানব উন্নয়ন সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৮৯টি দেশের এই তালিকায় বাংলাদেশ রয়েছে ১৩৬তম স্থানে।

শুক্রবার ইউএনডিপির ওয়েবসাইটে এ সূচক প্রকাশ করা হয়। তালিকাভুক্ত দেশগুলোর স্বাস্থ্য, শিক্ষা, আয় ও সম্পদের উৎস, বৈষম্য, লিঙ্গ সমতা, দারিদ্র্য, কর্মসংস্থান, নিরাপত্তা বাণিজ্য ও আর্থিক প্রবাহ, যোগাযোগ, পরিবেশের ভারসাম্য ও জনমিতির তথ্য বিশ্লেষণ করে এ সূচক তৈরি করেছে ইউএনডিপি। এ বছর স্বাস্থ্য, শিক্ষা, দারিদ্র্যদূরিকরণ, কর্মসংস্থানসহ সব সূচকেই উন্নতি হয়েছে বাংলাদেশের। সূচকে এবারও সবার ওপরে রয়েছে নরওয়ে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040