বিশ্বকে দারিদ্র্যমুক্ত করতে অনেক পথ অতিক্রম করতে হবে: জেনিভায় চীনের প্রতিনিধি
  2018-09-15 18:05:46  cri
সেপ্টেম্বর ১৫: জেনিভায় জাতিসংঘ কার্যালয়ে চীনের স্থায়ী প্রতিনিধি ইউ চিয়েন হুয়া বলেছেন, বিশ্বে এখনও ৮০ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। এ-অবস্থায় বিশ্বকে পুরোপুরি দারিদ্র্যমুক্ত করতে মানবজাতিকে অনেকটা পথ অতিক্রম করতে হবে। তিনি গতকাল (শুক্রবার) জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৩৯তম সম্মেলনে ১৪০টি দেশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ-কথা বলেন।

বিবৃতিতে ইউ চিয়েন হুয়া বলেন, দারিদ্র্য মানবজাতির জন্য অভিন্ন চ্যালেঞ্জ। দারিদ্র্য মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক। দারিদ্র্য দূর করার মাধ্যমে একটি দেশের মানুষের মৌলিক অধিকার ও মানবাধিকারের অনেকটাই রক্ষা করা যায়। তবে, দারিদ্র্যবিমোচনের কার্যক্রম হওয়া উচিত একটি দেশের সার্বিক অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ।

ইউ চিয়েন হুয়া আরও বলেন, বিশ্বকে দারিদ্র্যমুক্ত করতে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক জোরদার করতে এবং বিশ্বের বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থাকে রক্ষা করতে হবে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040