চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ: পাক তথ্যমন্ত্রী
  2018-09-15 16:23:28  cri
সেপ্টেম্বর ১৫: পাকিস্তানের তথ্য, সম্প্রচার ও জাতীয় ঐতিহ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি বলেছেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর তাঁর দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এবং নতুন সরকার এই করিডোর উন্নয়নকে পুরোপুরি সমর্থন করে। তিনি গতকাল (শুক্রবার) ইসলামাবাদে 'এফএম-৯৮: চীন-পাকিস্তান মৈত্রী রেডিও-স্টেশান' পরিদর্শনকালে এ-কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমানে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর কাঠামোতে মোট ২৮০০ কোটি মার্কিন ডলার মূল্যের প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। ভবিষ্যতে আরও ৪২০০ কোটি মার্কিন ডলারের প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।

মন্ত্রী আশা করেন, চীন-পাকিস্তান মৈত্রী রেডিও-স্টেশান দু'দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040