বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত
  2018-09-15 16:22:07  cri
সেপ্টেম্বর ১৫: ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-আইভি লা ড্রাইয়া গতকাল (শুক্রবার) বিকেলে বেইজিংয়ের গণমহাভবনে চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের সঙ্গে সাক্ষাত করেন।

সাক্ষাতে লি খ্য ছিয়াং বলেন, ফ্রান্স ইইউ'র গুরুত্বপূর্ণ সদস্যরাষ্ট্র। চীন-ফ্রান্স সম্পর্ক বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমানে দু'দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা স্থিতিশীলভাবে সামনে এগিয়ে চলেছে। পারমাণবিক বিদ্যুত খাতে চীন-ফ্রান্স সহযোগিতা চলছে ৩০ বছর ধরে। চলতি বছর তৃতীয় প্রজন্মের পারমাণবিক শক্তি খাতে দু'দেশের সহযোগিতায় গুরুত্বপূর্ণ অগ্রগতিও অর্জিত হয়েছে।

লি খ্য ছিয়াং আরও বলেন, ফ্রান্সের সঙ্গে সার্বিক সহযোগিতা আরও জোরদার করতে ইচ্ছুক চীন। এতে দু'দেশের জনগণ উপকৃত হবে। চীন ও ফ্রান্স জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে দু'দেশের উচিত অভিন্ন চেষ্টার মাধ্যমে বিশ্বের স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করা।

জবাবে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি খুবই জটিল ও পরিবর্তিত। ফ্রান্স ও চীন বহুপক্ষবাদে বিশ্বাসী এবং রাজনৈতিক পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের মতভেদ দূর করাকে সমর্থন করে। চীনের সঙ্গে কৌশলগত বিনিময় ও কার্যকর সহযোগিতা জোরদার করতে তার দেশ ইচ্ছুক বলেও উল্লেখ করেন ড্রাইয়া। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040