বেইজিংয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক
  2018-09-15 15:56:17  cri

সেপ্টেম্বর ১৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (শুক্রবার) বেইজিংয়ের গণমহাভবনে ভেনেজুয়েলার সফররত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে বৈঠকে করেন। এটি মাদুরোর দশম চীন সফর।

বৈঠকে চীন-ভেনেজুয়েলা সম্পর্কোন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করে প্রেসিডেন্ট সি বলেন, নতুন বিশ্ব পরিস্থিতিতে দু'দেশের উচিত বন্ধুত্বপূর্ণ পারস্পরিক আস্থা বাড়ানো; পারস্পরিক কল্যাণকর সহযোগিতা বেগবান করা; এবং অভিন্ন উন্নয়ন-প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া।

উন্নয়ন ও স্থিতিশীলতার প্রশ্নে ভেনেজুয়েলান সরকারকে সমর্থন দেওয়ার কথা পুনরুল্লেখ করে প্রেসিডেন্ট সি আরও বলেন, চীন পারস্পরিক কল্যাণ ও সমতার ভিত্তিতে ল্যাটিন আমেরিকার দেশগুলোর সঙ্গে সহযোগিতা চালিয়ে যেতে এবং দু'পক্ষের সার্বিক সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক আরও উন্নত করতে আগ্রহী।

জবাবে প্রেসিডেন্ট মাদুরো বলেন, ভেনেজুয়েলা ও চীনের জনগণের বন্ধুত্ব সুদীর্ঘকালের। দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাঁর এবারের চীন সফরকালে দু'দেশ দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের ব্যাপারে ব্যাপক মতৈক্যে পৌঁছেছে, যা ভেনেজুয়েলার 'অর্থনীতির পুনরুত্থান, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বাস্তবায়ন পরিকল্পনা'-র সঙ্গে সঙ্গতিপূর্ণ।

মাদুরো আরও বলেন, তার দেশ 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়নকাজে অংশ নিতে এবং জ্বালানি ও উত্পাদন-ক্ষমতাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

বৈঠকের পর দু'নেতা 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়নসংক্রান্ত সমঝোতাস্মারকসহ দ্বিপক্ষীয় সহযোগিতার দলিল স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। (লিলি/আলিম

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040