১৮ সেপ্টেম্বর বিমানযোগে পিয়ংইয়ং সফরে যাবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
  2018-09-15 15:41:05  cri
সেপ্টেম্বর ১৫: আগামী ১৮ সেপ্টেম্বর বিমানযোগে উত্তর কোরিয়া সফরে যাবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়-ইন। তাঁর সঙ্গে একটি প্রতিনিধিদলও থাকবে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টভবনের একজন কর্মকর্তা গতকাল (শুক্রবার) এ-তথ্য জানান।

তিনি জানান, বৈঠকের সংশ্লিষ্ট প্রস্তুতি নিতে ইতোমধ্যেই স্থলপথে উত্তর কোরিয়া গেছে দক্ষিণ কোরিয়ার একটি অগ্রণীদল। পিয়ংইয়ংয়ে দুই কোরিয়ার আসন্ন শীর্ষসম্মেলন টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে। উত্তর কোরিয়া এ-ব্যাপারে দক্ষিণ কোরীয় সাংবাদিক ও গণমাধ্যমকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে রাজি হয়েছে।

কর্মকর্তা আরও বলেন, এবারের শীর্ষসম্মেলনে পানমুনজম ঘোষণা বাস্তবায়নের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং দু'দেশের সম্পর্কের ভবিষ্যত-উন্নয়ন ও কোরীয় উপদ্বীপের স্থায়ী শান্তি ও সমৃদ্ধিসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হবে। কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার বিষয়টিও আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040