রাশিয়ায় চতুর্থ ইস্টার্ন ইকোনমিক ফোরামে সি চিন পিং'র অংশগ্রহণের উচ্চ প্রশংসা আন্তর্জাতিক সমাজের
  2018-09-14 18:48:30  cri
সেপ্টেম্বর ১৪: গত ১১ ও ১২ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রাশিয়ায় চতুর্থ ইস্টার্ন ইকোনমিক ফোরামে অংশগ্রহণ করেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং উত্তর-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের প্রধানদের সঙ্গে আঞ্চলিক শান্তি ও উন্নয়নের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও মঙ্গোলিয়াসহ নানা দেশের বিশেষজ্ঞরা মনে করেন, প্রেসিডেন্ট সি'র এ সফর চীন-রাশিয়া সম্পর্কে নতুন চালিকাশক্তি যোগানোর পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার জন্য নতুন অধ্যায় সৃষ্টি করেছে।

চতুর্থ ইস্টার্ন ইকোনমিক ফোরামের আয়োজক কমিটির মহাসচিব আন্তোন কোবিয়াকভ মনে করেন, এ ফোরামে প্রেসিডেন্ট সি চিন পিং'র অংশগ্রহণ রাশিয়া-চীন সম্পর্ক উন্নয়নের মাইলস্টোন।

রাশিয়ার বিজ্ঞানপ্রযুক্তি একাডেমির ফার ইস্ট গবেষণালয়ের উপ-মহাপরিচালক আন্দ্রেই অস্ত্রোভস্কি বলেন, রাশিয়া-চীন প্রেসিডেন্টের বৈঠক দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন, বিশেষ করে দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক সম্পর্ক আরও উচ্চ পর্যায়ে উন্নীত হওয়ার জন্য অনুকূল।

জাপানের অর্থনীতিবিদ হিদেতোশি তাশিরো বলেন, উত্তর-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের সহযোগিতা জোরদার হলে তা আঞ্চলিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য অনুকূল হবে।

(রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040