সার্বিকভাবে পানমুনজম ঘোষণা বাস্তবায়নের আহ্বান উত্তর কোরিয়ার
  2018-09-14 16:15:27  cri

সেপ্টেম্বর ১৪: উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির অফিসিয়াল পত্রিকা 'রোদং সিনমুন' আজ (শুক্রবার) এক প্রবন্ধ প্রকাশ করে। এত জোর দিয়ে বলা হয়, সার্বিকভাবে পানমুনজম ঘোষণা বাস্তবায়ন করা হলো মৌলিকভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কের উন্নয়নসাধন ও উন্নয়নের গুরুত্বপূর্ণ পদ্ধতি।

প্রবন্ধে বলা হয়, পানমুনজম ঘোষণা স্বাক্ষর এবং এরপর দুই কোরিয়ার মধ্যে সংলাপ, বিনিময় ও আদানপ্রদান তা দু'পক্ষের সম্পর্কের উন্নয়নে সম্ভাবনা ও শর্ত সৃষ্টি করে। সার্বিকভাবে পানমুনজম ঘোষণা পালন করা তা অবিশ্বাস এবং বিরোধিতা নিবৃত্ত করে মৌলিকভাবে দুই কোরিয়ার সম্পর্কের উন্নয়নসাধন ও উন্নয়নের গুরুত্বপূর্ণ পদ্ধতি। দু'পক্ষের উচিত্ ঘোষণা বাস্তবায়নের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের টেকসই উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়া এবং শান্তি ও জাতির অভিন্ন সমৃদ্ধি বাস্তবায়ন করা। দু'দেশের জাতীয় স্বাধীনতা এই অবস্থানের ভিত্তিতে নিজের ভাগ্য সম্পর্কিত ও দুই কোরিয়ার সম্পর্কের সমস্যা সমাধান করা উচিত।

১৮-২০ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে দুই কোরিয়ার শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040