আগামী ৪ বছরের মধ্যে ভারতের সব রেলপথ বিদ্যুতীকরণ হবে
  2018-09-14 14:35:07  cri

সেপ্টেম্বর ১৪: ভারতের মন্ত্রিসভার অর্থনৈতিক-বিষয়ক কমিটি গতকাল (বৃহস্পতিবার) আগামী ৪ বছরের মধ্যে দেশের রেলপথ বিদ্যুতীকরণ করার একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে।

ভারত রেল কোম্পানির এক বিবৃতিতে বলা হয়, সার্বিক বিদ্যুতীকরণ হলে রেলপথের কার্যকরীতা বৃদ্ধি পাবে এবং ডিজেলের উপর নির্ভরতা কমে আসবে।

দেশটির তথ্যমাধ্যম ভারতীয় রেলমন্ত্রী পীযূষ গয়ালের কথা উদ্ধৃত করে জানায়, বর্তমানে মূল কয়েকটি রুটে বিদ্যুতীকরণ বাস্তবায়িত হয়েছে। বাকি রুট বিদ্যুতীকরণ হলে কার্যকরীতা বাড়ানোর পাশাপাশি ট্রেনের গড় গতিও বৃদ্ধি পাবে।

সারা প্রকল্প ২০২২ সালের আগে শেষ হবে এবং তখন প্রতি বছর ডিজেলের ব্যবহার ২৮৩ কোটি লিটার কম হবে।

জানা গেছে, ভারতের রেলপথ বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কের অন্যতম। ৯ হাজারটি যাত্রীবাহী ট্রেন প্রতিদিন ২.৩ কোটি যাত্রী পরিবহন করে আসছে। বর্তমানে দেশটির ৬১ হাজার ৬৮০ কিলোমিটার রেলপথের মধ্যে ৪৮ শতাংশ বিদ্যুতীকরণ বাস্তবায়িত হয়েছে। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040