'ইস্টার্ন-২০১৮' মহড়ায় বাহিনীর আশঙ্কাজনক সামরিক হুমকি মোকাবিলার সামর্থ্য প্রতিফলিত হয়েছে: পুতিন
  2018-09-14 14:34:34  cri
সেপ্টেম্বর ১৪: 'ইস্টার্ন-২০১৮' শিরোনামে মহড়ায় বাহিনীর আশঙ্কাজনক সামরিক হুমকি মোকাবিলার সামর্থ্য প্রতিফলিত হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (বৃহস্পতিবার) ক্রেমলিনের ওয়েবসাইটের এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, এ দিন 'ইস্টার্ন-২০১৮' মহড়া পরিদর্শনের সময় পুতিন বলেন, রুশ বাহিনী প্রথমবারের মতো এ বিশালাকৃতি ও কঠিন মহড়ায় অংশ নিয়েছে। মহড়ায় তাদের আশঙ্কাজনক সামরিক হুমকি মোকাবিলার সামর্থ্য দেখা দিয়েছে।

পুতিন আরও বলেন, রাশিয়া শান্তিপ্রেমিক দেশ। দেশটি অন্য দেশের সঙ্গে গঠনমূলক সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। তিনি মহড়ায় অংশগ্রহণের জন্য চীনসহ বিদেশি বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040